Biman Bose|| শেয়ার, ক্রিপ্টো কারেন্সি, বিট কয়েন সবাইকেই বুঝতে হবে, অর্থনীতির বই প্রকাশে বিমান বসু
- Published by:Shubhagata Dey
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Biman Basu: সুকুমার আচার্যের লেখা 'নয়া রূপে ধনতন্ত্র : লুণ্ঠনের নতুন কৌশল' এই বই সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে মুজাফফর আহমেদ ভবনে উৎপাদন করলেন সিপিএমের বর্ষীয়ান নেতা, বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু।
কলকাতাঃ শেয়ার বাজার, ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন নিয়ে আমজনতার জ্ঞান খুবই সীমিত। আর তারই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী, শিল্পপতিরা। তবে অর্থনীতির বিষয় আসলেই সাধারণ মানুষের অনেকেই সেটাকে এড়িয়ে যায়। ধনতন্ত্রের আজকের কী রূপ? ফাটকা পুঁজির অবাধ চলাচলের মাধ্যমে অবাধ লুণ্ঠন। পুঁজিবাদী অর্থব্যবস্থার ভয়াবহ রূপ সাধারণ মানুষ প্রতি মুহূর্তে বুঝতে পারছে। নয়া উদারবাদী দুনিয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষকে আরো নিঃস্ব করে তোলার চক্রান্ত চলছে প্রতিনিয়ত।
পুঁজিবাদী ব্যবস্থার ভয়াল রূপ থাবা বসাচ্ছে মানুষের অন্দরমহলে। না জানলে,না পড়লে আখেরে সবারই ক্ষতি,আর মুনাফা কামাবে এক শ্রেণির শিল্পপতি। আর সাধারণ মানুষের অর্থনীতির নতুন ব্যবস্থা,নতুন রূপান্তর সহজবোধ্য ভাষায় সুকুমার আচার্য্য লিখলেন। অর্থনীতি নিয়ে সাধারণ মানুষের জানার জন্য সুকুমার আচার্যের লেখা 'নয়া রূপে ধনতন্ত্র : লুণ্ঠনের নতুন কৌশল' এই বই সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে মুজাফফর আহমেদ ভবনে উৎপাদন করলেন সিপিএমের বর্ষীয়ান নেতা, বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু।
advertisement
আরও পড়ুনঃ দুর্নীতির তদন্তে মহা বিপাকে শান্তনু! তালা ভেঙে বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি, কী উদ্ধার হল?
বইয়ের উদ্বোধন করে বিমান বসু সংক্ষিপ্ত বক্তব্যে জানান, যে বিষয়গুলো বুদ্ধির জগতের মানুষের কাছে থাকে,সেই বিষয়গুলো সাধারণ মানুষের গ্রহণযোগ্য করে তোলার জন্য চাই মুন্সিয়ানা। এটা অত্যন্ত কঠিন কাজ,তবে সেই কাজটাই লেখক চেষ্টা করেছেন। লেখক সুকুমার আচার্য্য সিপিআইএম দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ১৯৫৭ সাল থেকে পার্টির সদস্য। ন্যাশনাল বুক এজেন্সি থেকে এই বই বেরোলো। অর্থনীতির ছাত্র না হয়েও কেমিস্ট্রির ছাত্র হয়েও সুকুমার আচার্যের এই বিশ্লেষণধর্মী বই সাধারণ মানুষের কাছে অত্যন্ত উপযোগী হয়ে উঠবে বলে জানান সিপিআইএম নেতা রবিন দেব। প্রযুক্তির ব্যবহার করে কিভাবে আমাদের সম্পদ লুঠ প্রতিদিন লুঠ হয়ে যাচ্ছে, তা এই বই থেকে সহজেই বোঝা যাবে বলে জানান তিনি।
advertisement
advertisement
অন্যদিকে সূর্যকান্ত মিশ্র, অর্থনীতির অধ্যাপক রতন খাসনবিশের অনুপ্রেরণাই তাঁকে এই বই রচনায় সাহস যুগিয়েছে বলে জানান লেখক স্বয়ং। গভীর রাত পর্যন্ত সূর্যকান্ত মিশ্র এই লেখা নিয়ে আলোচনা করেছেন। সাম্প্রতিক শেয়ার বাজারে ধস আদানি সাম্রাজ্যের ওঠাপড়া এই সব কিছু নিয়েই এই বই সাধারণ মানুষকে অর্থনীতির নতুন অনেক কিছুর সন্ধান দেবে বলে দাবি করেন লেখক।
advertisement
AVIJIT CHANDA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 9:27 PM IST