হোম /খবর /কলকাতা /
বিরাট সিদ্ধান্ত বামেদের, এবার ঘর ওয়াপসি শুরু CPIM-এর! যা ঘটবে, তীব্র আলোড়ন দলেই

CPIM: বিরাট সিদ্ধান্ত বামেদের, এবার ঘর ওয়াপসি শুরু করছে CPIM! যা ঘটবে, তীব্র আলোড়ন দলেই

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

CPIM: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রণকৌশল তৈরি করতে শুরু করেছে সিপিআইএম।

  • Share this:

কলকাতা: পুরনো চাল ভাতে বাড়ে। তাই নতুনদের সামনের সারিতে আনার পর দলের বসে যাওয়া কর্মীদের ফের সক্রিয় করার কাজে হাত লাগাতে শুরু করে দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। ইতিমধ্যেই জেলা নেতৃত্বকে এই বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে।

এই বসে যাওয়া কর্মী কারা?

দলকে তরতাজা করতে তরুণদের নেতৃত্বে নিয়ে আসছে সিপিএম। গত সম্মেলন থেকেই কমিটি থেকে ছাঁটা হয়েছে পাকা চুলের অনেক নেতাকে। আর এর ফলে হয় দলের প্রতি অভিমান করে, নয়তো একে অবসর মনে করে বসে গিয়েছেন অনেক নেতা-কর্মী। অনেকে আবার নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বিক্ষুব্ধ। অন্য দলে না গেলেও দলের কাজ করছেন না।

আবার রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক প্রতিহিংসার ভয়ে অনেকে চুপচাপ। অথচ এক সময় এরাই দলের সম্পদ ছিলেন। সেই অংশকে ফের সক্রিয় করে তুলতে উদ্যোগ নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। ইতিমধ্যেই জেলা নেতৃত্বের কাছে এই বিষয় বার্তা দেওয়া হয়েছে। দলের কর্মীরা যাঁরা অন্য দলে যোগদান করেননি, তাঁদের পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘরে ফেরানোর কাজ শুরু করা হবে বলে দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!

দলে এই সংখ্যা কত?

খাতায় কলমে অনেকেরই দলের সদস্য পদ রয়েছে। এই অংশটাকে আবার একটা অংশ নিস্ক্রিয় বলে মনে করা হচ্ছে। অনেকে আবার মেম্বারশিপ রিনিউ করেননি। তাই এর সঠিক পরিসংখ্যান দলের কাছে নেই। তাই এই অংশকে আঞ্চলিক স্তরের নেতৃত্ব প্রাথমিক ভাবে চিহ্নিত করার কাজটা সারবেন। এরপর সেই নেতাদের সঙ্গে প্রথমে এরিয়া কমিটির নেতৃত্ব কথা বলে জট ছাড়ানোর চেষ্টা করবেন। প্রয়োজনে জেলা নেতৃত্ব হস্তক্ষেপ করবেন।

দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত যাঁদের ভাবমূর্তি উজ্জ্বল রয়েছে এলাকায় তাঁদের যথেষ্ট প্রভাব রয়েছে। সেই অংশটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে পঞ্চায়েত থেকেই এর ফল পাওয়া যাবে। আর তরুণদের সঙ্গে এদের অভিজ্ঞতা এক জায়গায় আনা গেলে নিচুতলায় যে ভারসাম্য তৈরি হবে তাতে নিচু তলায় আরও ভাল ফল মিলবে।

আরও পড়ুন: জনসংযোগে জোর বামেদের, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মানভূমে মহম্মদ সেলিম

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রণকৌশল তৈরি করতে শুরু করেছে সিপিআইএম। প্রার্থী বাছাই, বুথ কমিটি গঠন, শরিকদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক ভারসাম্য রক্ষার পরে প্রচার। ডিজিটাল প্রচারের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দাওয়া বৈঠক, খাটিয়া বৈঠক, গ্রামসভা ইত্যাদি। তাই সবাইকে একসঙ্গে করেই মাঠে নামতে চাইছে আলিমুদ্দিন।

উজ্জ্বল রায়

Published by:Raima Chakraborty
First published:

Tags: Cpim, Panchayat Election 2023