পাঁচ দিনে ৫০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ! কে এই চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য? অনুব্রতর সঙ্গে কী যোগ?

Last Updated:

Cow Smuggling Case: কোনও চুক্তি ছাড়াই অনুব্রতকে ৭৫ লক্ষ টাকার ঋণ কেন? ইডি জিজ্ঞাসাবাদে যা জানালেন ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য।

গরু পাচার তদন্তে ইডির জেরা, রাজীব-অনুব্রত যোগ!
গরু পাচার তদন্তে ইডির জেরা, রাজীব-অনুব্রত যোগ!
#কলকাতা: পাঁচ দিনে ৫০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ বীরভূমের চাল কল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে।অবশেষে বুধবার রাত ৮টার পর জিজ্ঞাসাবাদ শেষে অব্যাহতি দেওয়া হল অর্থাৎ বীরভূম ফেরার অনুমতি পেলেন রাজীব ভট্টাচার্য বলে সূত্রের খবর। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে অনুব্রত ও তার মেয়ে সুকন্যার সঙ্গে রাজীবের আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। যখন অনুব্রত মণ্ডলের স্ত্রী  টাটা হাসপাতালে ভর্তি ছিলেন, সেই সময় হাসপাতাল বিল বাবদ পেমেন্টের ৭৫ লক্ষ টাকা দিয়েছিলেন রাজীব। তার কাছে ইডি আধিকারিকদের প্রশ্ন কেন এই টাকা দিয়েছিলেন? সূত্রের খবর, রাজীবের দাবি, তিনি ঋণ হিসেবে ৭৫ লক্ষ টাকা দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। যা শুনে পাল্টা প্রশ্ন ইডির- কোনও এগ্রিমেন্ট করেছিলেন টাকা দেওয়ার আগে?
advertisement
advertisement
সূত্রের দাবি, এক্ষেত্রে রাজীবের উত্তর, জেলার পাওয়ারফুল লিডার অনুব্রত। টাকা দেওয়ার আগে কোনও এগ্রিমেন্ট করা হয়নি। টাকা ফেরত পেয়েছেন? প্রশ্ন ইডির। উত্তরে রাজীব জানিয়েছেন, ঋণ হিসেবে দেওয়া ৭৫ লক্ষ টাকা ফেরত পাননি তিনি।এখানেই শেষ নয়। ভোলে ব্যোম রাইস মিলের শেয়ার কিনেছিলেন রাজীব। তাতে কি কোনও চাপ সৃষ্টি করা হয়েছিল? জানতে চান ইডি আধিকারিকরা বলে সূত্রের খবর। এছাড়াও সুকন্যার সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে একাধিক প্রশ্নের মুখে রাজীব ভট্টাচার্য। জিজ্ঞাসাবাদ করা হয় কমলাকান্ত ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন নিয়েও।
advertisement
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সঙ্গে একাধিক নথিও জমা দিয়েছেন রাজীব ভট্টাচার্য। তাতে আর্থিক লেনদেন, শেয়ারের নথিও রয়েছে বলে সূত্রের দাবি। পাঁচ দিনে প্রায় ৫০ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব। তবে আগামী দিনে প্রয়োজন হলে তাকে ফের ডাকা হতে পারে খবর।
advertisement
প্রসঙ্গত গরু পাচার মামলায় এর আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখামুখি হয়েছিলেন রাজীব ভট্টাচার্য। সেই সময় তিনি একাধিক নথি তুলে দিয়েছিলেন সিবিআই আধিকারিকের হাতে। তদন্তে তিনি সহযোগিতা করছেন বলেও জানিয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাঁচ দিনে ৫০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ! কে এই চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য? অনুব্রতর সঙ্গে কী যোগ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement