Jyotipriya Mallick: 'অত্যাচার করেছে?' জ্যোতিপ্রিয়কে দেখেই প্রশ্ন বিচারকের, জবাব দিলেন বনমন্ত্রী

Last Updated:

বিচারকের কাছে কয়েকটি কথা বলার অনুমতি চান প্রাক্তন খাদ্যমন্ত্রী৷

জ্যোতিপ্রিয় মল্লিক৷
জ্যোতিপ্রিয় মল্লিক৷
কলকাতা: গতকালই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি শুরু হওয়ার পর তীব্র ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করেছিলেন, তদন্তের নামে রীতিমতো অত্যাচার চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এ দিন আদালতে বনমন্ত্রীকে পেশ করার পরই উঠে এল সেই অত্যাচারের প্রসঙ্গ৷
এ দিন ভোররাতে গ্রেফতারির পর আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়৷ আদালত কক্ষে প্রবেশ করেই বিচারক বনমন্ত্রীর কাছে জানতে চান, তাঁর উপরে কোনও অত্যাচার করা হয়েছে কি না? কারণ হিসেবে বিচারক উল্লেখ করেন, সংবাদপত্র পড়েই তিনি জানতে পেরেছেন, রাজ্যের অত্যন্ত ক্ষমতাশালী একজন ব্যক্তিত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ এনেছেন৷
advertisement
advertisement
বিচারকের এই প্রশ্ন শুনে অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তাঁর সঙ্গে ইডি আধিকারিকরা কোনও দুর্ব্যবহার অথবা অত্যাচার করেননি৷ তবে বিচারকের কাছে কয়েকটি কথা বলার অনুমতি চান প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ বিচারক অনুমতি দেওয়ায় জ্যোতিপ্রিয় আর্জি জানিয়ে বলেন, তাঁর ব্লাড সুগার রয়েছে৷ রোজ দশ হাজার স্টেপ হাঁটতে হয়৷ গতকাল তিনি ইনসুলিনও নিতে পারেননি৷ সেই কারণে তাঁর বা পা ফুলেও গিয়েছে বলে দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক৷
advertisement
পাশাপাশি বনমন্ত্রী আরও দাবি করেন, তিনি নির্দোষ৷ তাঁর পরিবারের কেউও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন বনমন্ত্রী৷ পাল্টা তিনি যুক্তি দিয়ে বলেন, তাঁর পরিবারের কেউ বিদেশে ়যাননি৷ একমাত্র তাঁর স্ত্রী এবং বৌদির আমেরিকা যাওয়ার কথা ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই সফর বাতিল হয়ে যায়৷ বনমন্ত্রী প্রশ্ন করেন, বিদেশ যাওয়া অথবা টিিকট কেটে বাতিল করা কি দুর্নীতি?
advertisement
সূত্রের খবর, বনমন্ত্রীকে ১৪ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেন ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি৷ তিনি অভিযোগ করেন, একা জ্যোতিপ্রিয় নন, তাঁর স্ত্রী এবং মেয়েও এই দুর্নীতির সঙ্গে যুক্ত৷ পাল্টা তাঁঁর জািমনের আর্জি জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: 'অত্যাচার করেছে?' জ্যোতিপ্রিয়কে দেখেই প্রশ্ন বিচারকের, জবাব দিলেন বনমন্ত্রী
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement