Corona Virus In India: রাজ্যে কোভিডের চোখরাঙানি! আক্রান্তের সংখ্যা বেড়ে ১১! নতুন স্ট্রেন কতটা ক্ষতিকারক? জানুন ডাক্তার কী বলছেন...
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Corona Virus In India: রাজ্যে বাড়ছে কোভিড উদ্বেগ। ১১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এরমধ্যে বাইপাসের বেসরকারি হাসপাতাল আপোলোতে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন একজন।
কলকাতাঃ রাজ্যে বাড়ছে কোভিড উদ্বেগ। ১১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এরমধ্যে বাইপাসের বেসরকারি হাসপাতাল আপোলোতে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন একজন।
পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। এক প্রসূতির আক্রান্তেরও খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দুজন আক্রান্তের হদিশ। আক্রান্তরা অধিকাংশই সর্দিজ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি। সবাইকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা থাকলে দেওয়া হচ্ছে অক্সিজেন। তবে, আক্রান্তরা কেউ গুরুতর অসুস্থ নন, বলে খবর হাসপাতাল সূত্রের।
advertisement
advertisement
ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশেষ করে মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, কেরল ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে সংক্রমণ বৃদ্ধির চিত্র দেখা যাচ্ছে। চিকিৎসকদের মতে, এটি ওমিক্রনের একটি নতুন ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আক্রান্তদের মধ্যে সাধারণত হালকা উপসর্গ দেখা যাচ্ছে, যেমন মাথা ব্যথা, গলা খুসখুসে, জ্বর, সর্দি, পেটব্যথা বা পাতলা পায়খানা। বেশিরভাগ রোগী চার দিনের মধ্যেই সেরে উঠছেন।
advertisement
নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ উজ্জ্বল পারাখ জানিয়েছেন, এই ভাইরাস দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে। নতুন ভ্যারিয়েন্ট তৈরি হলেই সংক্রমণ আবার বাড়তে শুরু করে। তাঁর মতে, করোনার এই প্রকারভেদ প্রতি কয়েক মাস অন্তর অন্তর রূপ পরিবর্তন করে ফিরে আসবে এবং মাঝে মাঝে সংক্রমণের হার বাড়াবে। কিন্তু এতে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার মতো কোনও অবস্থা নেই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 7:54 PM IST