Coromandel Express: আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে রাজ্যপাল! ঘোষণা করলেন আর্থিক সাহায্যেরও

Last Updated:

তবে করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় ফতেমা বিবির চোট গুরুতর হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা হয়। আহতের সঙ্গে কথা বলার পাশাপাশি এদিন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল।

কলকাতা: ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের অনেক যাত্রীর মৃত্যু হয়েছে। কলকাতার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন একাধিক আহত ব্যক্তি। আজ, শনিবার বিকেলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান চিকিৎসাধীন আহত যাত্রী ফতেমা বিবিকে দেখতে। এই হাসপাতালেই মোট চারজনকে নিয়ে আসা হয়েছিল৷ যাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷
দুর্ঘটনায় ফতেমা বিবির গুরুতর চোট পাওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা হয়। আহতের সঙ্গে কথা বলার পাশাপাশি এদিন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেও ফতেমা বিবির খোঁজখবর নেন রাজ্যপাল।
আরও পড়ুন: ঠিক কীভাবে ঘটল ভয়াবহ মর্মান্তিক এই রেল দুর্ঘটনা? মাত্র কয়েক সেকেন্ডেই সবশেষ
হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, “ঘটনা অত্যন্ত দুঃখজনক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ফতেমা বিবির অবস্থা স্থিতিশীল।’’ রাজভবনের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য হিসাবে তুলে দেওয়া হয়েছে ফতেমা বিবির হাতে।
advertisement
advertisement
আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরে এল বন্দে ভারত প্রসঙ্গ.. এ কী বললেন অভিষেক?
তবে এদিন শুধু কলকাতা মেডিক্যাল কলেজেই নয়, এনআরএস এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও যান রাজ্যপাল। সাক্ষাৎ করেন সেখানে ভর্তি থাকা আহতদের সঙ্গে। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। আহতদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় রাজভবনের তরফে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, ‘‘প্রয়োজনে আরও আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express: আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে রাজ্যপাল! ঘোষণা করলেন আর্থিক সাহায্যেরও
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement