Coromandel Express accident Update: দুর্ঘটনার পরেই তৎপর স্বাস্থ্য দফতর, ওড়িশায় পাঠানো হল ৩৪ জন চিকিৎসক, ৭১ টি অ্যাম্বুল্যান্স, ২টি QRT
- Published by:Satabdi Adhikary
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, শনিবার সন্ধ্যে পর্যন্ত ৭৫ জন আহতকে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ প্রসঙ্গত, শনিবার সকাল থেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে বহু আহতদের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহতদের চিকিৎসায় যাতে কোনও রকমের ত্রুটি না থাকে, সেই কথা ভেবে তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল টিম৷ সেই দলে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং স্বাস্থ্য কর্মীরা।
কলকাতা: শুক্রবার সন্ধ্যার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে তৎপর রাজ্য স্বাস্থ্য দফতরও৷ উদ্ধারকাজে ও চিকিৎসায় সহায়তা করার জন্য শনিবার সকাল পর্যন্ত প্রতিবেশী রাজ্যে ৫০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। আরও ২১টি অ্যাম্বুলেন্স পরে পাঠানো হয় বলে জানা গিয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বালেশ্বরে পৌঁছেছেন ৩৪ জন চিকিৎসকের মেডিক্যাল টিম। রাজ্যের তরফে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ২ টি কুইক রেসপন্স টিমও। এছাড়াও, ১০টি বড় প্যাসেঞ্জার বাস, ২০টি বড় ম্যাটাডোর ভ্যান পাঠানো হয়েছে ঘটনাস্থলে৷
প্রশাসন সূত্রের খবর, গত শুক্রবার রাতের দুর্ঘটনার পর পরই সল্টলেকের স্বাস্থ্য ভবনে খোলা হয় বিশেষ কন্ট্রোল রুম৷ সেখানকার দায়িত্বে রয়েছেন বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন শীর্ষ আধিকারিকেরা।
আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরে এল বন্দে ভারত প্রসঙ্গ.. এ কী বললেন অভিষেক?
জানা গিয়েছে, এদিন সকালে ২টি অ্যাম্বুল্যান্সে করে আহতদের মেদিনীপুরে আনা হয়৷ কলকাতার এসএসকেএম হাসপাতাল,মেদিনীপুর মেডিক্যাল কলেজ, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল ও খড়্গপুর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে৷ সেখানে সব রকমের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে৷
advertisement
advertisement
রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, শনিবার সন্ধ্যে পর্যন্ত ৭৫ জন আহতকে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ প্রসঙ্গত, শনিবার সকাল থেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে বহু আহতদের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহতদের চিকিৎসায় যাতে কোনও রকমের ত্রুটি না থাকে, সেই কথা ভেবে তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল টিম৷ সেই দলে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং স্বাস্থ্য কর্মীরা।
advertisement
আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ছাড়াল ১০০০, মৃত্যুমিছিল বঙ্গেরও
এছাড়াও, এদিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত চার জন ব্যক্তিকে ভর্তি করানো হয়৷ এঁদের মধ্যে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তিনজনকে৷ একজন মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, শিয়ালদহ এনআরএস হাসপাতালে পাঁজরের হাড় ভেঙে চিকিৎসাধীন উত্তর ২৪ পরগনা সন্দেশখালি বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক। বেহালা বিদ্যাসাগর জেনারেল হাসপাতালে দুজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইএম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসাধীন রয়েছেন। শিয়ালদহ বি আর সিং রেলওয়ে হাসপাতাল একজন চিকিৎসাধীন রয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 03, 2023 8:29 PM IST







