Coromandel Express accident Update: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ছাড়াল ১০০০, মৃত্যুমিছিল বঙ্গেরও

Last Updated:

ডিজি জানান, এর আগেও রেলের কামরাগুলি তোলার জন্য ২-৩টে ক্রেন আনা হয়েছিল৷ কিন্তু, সেগুলি দিয়ে বগিগুলি সরানো যায়নি৷ তারপরে আরও একটি ক্রেন আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷

ওড়িশা: দুর্ঘটনার পর থেকে খোঁজ মেলেনি প্রিয়জনের৷ শুধু গলার স্বরটা শুনতে পাওয়ার জন্যই রাত জেগে কাটিয়াছে না জানি কত পরিবার৷ এ যেন এক দমবন্ধ করা অপেক্ষা৷ শনিবার বিকেলে সংবাদ সংস্থা ANI-এর করা ট্যুইটের তথ্য বলছে, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা প্রায় ৫৪৪ জন৷ এর মধ্যে ওড়িশার হাসপাতালে ২৫ জনের চিকিৎসা চলছে৷ পশ্চিমবঙ্গের হাসপাতালে চিকিৎসাধীন ১১৷
স্থানীয় সূত্রে খবর, শুক্রবারের ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯৪ জন৷ আহতের সংখ্যা ৭৪৭৷ গুরুতর আহত ৫৬ জন৷ মোট হতাহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের উপরে৷ মোট হতাহতের সংখ্যা ১০৯১ জন৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ট্রেনের নীচে আর কেউ বেঁচে আছে বলে মনে হয় না!’ ঘটনাস্থলে দাঁড়িয়ে অসহায় উক্তি ওড়িশার ডিজি-র
সূত্রের খবর, ২৮৮ জনের মধ্যে ৩১ জন বাঙালি বলে শনাক্ত করা গিয়েছে৷ জানা গিয়েছে তাঁদের পরিচয়ও৷ এদিন দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ওড়িশা পুলিশের ডিজি (দমকল) বললেন, ‘‘আমরা দুঃখিত, এত মৃতদেহ একসঙ্গে দেখার অভিজ্ঞতা তো ছিল না৷ আমরা চেষ্টা করছি..’’৷
advertisement
ওড়িশার ডিজি (দমকল) সুধাংশু সারঙ্গি জানান, রেল ট্র্যাক থেকে ট্রেনের কামরাগুলি সরানোর জন্য একটি ক্রেন আনা হয়েছে৷ সব কিছু ঠিকঠাক চললে আজ রাতের মধ্যেই সব কিছু সরিয়ে ফেলা হবে৷
ডিজি জানান, এর আগেও রেলের কামরাগুলি তোলার জন্য ২-৩টে ক্রেন আনা হয়েছিল৷ কিন্তু, সেগুলি দিয়ে বগিগুলি সরানো যায়নি৷ তারপরে আরও একটি ক্রেন আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
এই ক্রেন দিয়ে বগিগুলি তুলে দেখা হবে, সেখানে কেউ আটকে রয়েছেন কি না৷ কিন্তু একথা বলার পরেই সুধাংশুর মন্তব্য, ‘‘আমাদের মনে হয় না ওই বগিগুলির নীচে কেউ বেঁচে আছে বলে৷’’
আরও পড়ুন: ‘চতুর্দিকে পড়েছিল লাশ, চাপ চাপ রক্ত’, চোখ বন্ধ করলেই শুক্রবারের ভয়ঙ্কর স্মৃতি, কী বললেন কলকাতার দম্পতি
শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী। রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express accident Update: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ছাড়াল ১০০০, মৃত্যুমিছিল বঙ্গেরও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement