Coromandel Express accident: ‘চতুর্দিকে পড়েছিল লাশ, চাপ চাপ রক্ত’, চোখ বন্ধ করলেই শুক্রবারের ভয়ঙ্কর স্মৃতি, কী বললেন কলকাতার দম্পতি

Last Updated:

অবশেষে স্থানীয় গ্রামবাসী এবং রেসকিফ টিমের সদস্যদের সহযোগিতায় জানলার কাচ ভেঙে স্ত্রী পূর্ণিমাকে উদ্ধার করেন তিনি৷ রাতেই তাঁদের বালেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই হয় প্রাথমিক চিকিৎসা৷ কিন্তু, পূর্ণিমা দেবীর অবস্থা একটু সঙ্গীন হওয়ায় রাতেই গাড়ির ব্যবস্থা করে কলকাতার উদ্দেশে রওনা দেন কলকাতার এই দম্পতি৷

কলকাতা: ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসে করেই সস্ত্রীক চেন্নাই যাচ্ছিলেন দক্ষিণ কলকাতার অভিজাত এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন বাঘা৷ বেশ ভালই চলছিল ট্রেনটা৷ তখন ওই সাড়ে ৬টা মতো হবে৷ পানীয় জল আনতে প্যান্ট্রি করের দিকে এগিয়েছিলেন৷ এরমধ্যে হঠাৎই প্রচণ্ড জোড়ে কেঁপে উঠল ট্রেনটা৷ যেন ভয়ঙ্কর ভূমিকম্প! তারপরেই নিশ্ছিদ্র অন্ধকার৷ কানে এল মধ্যে শয়ে শয়ে আর্ত চিৎকার৷ আতঙ্ক, আর্তনাদ, আকুতি৷
প্রথমটায় কী হয়েছে, এর পর কী করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না৷ স্ত্রী পূর্ণিমা তো তখনও কোচে৷ উনি ঠিক আছেন তো? কোনও রকমে প্যান্ট্রি কার থেকে বেরিয়ে নিজের কোচের সামনে আসেন চিত্তরঞ্জন৷ ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়৷ চর্তুদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ৷ চারপাশে চাপ চাপ রক্ত৷ স্নায়ু যেন অবশ হয়ে যাচ্ছিল৷ কী ভাবে বাঁচাবেন স্ত্রীকে? বুঝে উঠতে পারছিলেন না৷
advertisement
advertisement
অবশেষে স্থানীয় গ্রামবাসী এবং রেসকিফ টিমের সদস্যদের সহযোগিতায় জানলার কাচ ভেঙে স্ত্রী পূর্ণিমাকে উদ্ধার করেন তিনি৷ রাতেই তাঁদের বালেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই হয় প্রাথমিক চিকিৎসা৷ কিন্তু, পূর্ণিমা দেবীর অবস্থা একটু সঙ্গীন হওয়ায় রাতেই গাড়ির ব্যবস্থা করে কলকাতার উদ্দেশে রওনা দেন কলকাতার এই দম্পতি৷
advertisement
বর্তমানে পূর্ণিমা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর মাথায় ও হাতে চোট লেগেছে। হাসপাতালের বেডে শুয়ে পূর্ণিমা বলছিলেন, “মেয়ে চেন্নাইয়ে পড়াশোনা করে৷ ওকে দেখতেই আমরা দুজনে চেন্নাই যাচ্ছিলাম৷ তার পর যা হল…এখনও ভুলতে পারছি না। ট্রমার মধ্যে রয়েছি। বীভৎস ঘটনা৷ চোখ বন্ধ করলেই ভয় করছে। এখনও ভয়ে কাঁটা দিচ্ছে গায়ে।’’ বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে টালিগঞ্জ এলাকায় নিজেদের ফ্ল্যাটে ফিরেছেন চিত্তরঞ্জন। যদিও স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
ARPITA HAZRA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express accident: ‘চতুর্দিকে পড়েছিল লাশ, চাপ চাপ রক্ত’, চোখ বন্ধ করলেই শুক্রবারের ভয়ঙ্কর স্মৃতি, কী বললেন কলকাতার দম্পতি
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement