Coromandel Express accident update ‍| Narendra Modi: ওড়িশার বালেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থল, দেখা আহতদের সঙ্গেও

Last Updated:

রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছে ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত হবে। ইতিমধ্যে নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লাখ টাকা এবং অল্প চোটআঘাত প্রাপ্তদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ওড়িশা: দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার বিকেল পৌনে ৪টে নাগাদ তাঁর কপ্টার পৌঁছয় ওড়িশার বালেশ্বরে৷ সেখানে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি৷ উদ্ধারকারীদের সঙ্গেও বিশদে কথা বলেন৷ তারপরেই কপ্টারে করে রওনা দেন বালেশ্বর হাসপাতালের উদ্দেশে৷ বিকেল ৫টা নাগাদ হাসপাতালে পৌঁছন৷ সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন। শুক্রবার সন্ধের দুর্ঘটনার পর পরই ট্যুইট করে শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছে ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। ইতিমধ্যে নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লাখ টাকা এবং অল্প চোটআঘাত প্রাপ্তদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
advertisement
advertisement
advertisement
advertisement
শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালাসোর এখন মৃত্যুপুরী। রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express accident update ‍| Narendra Modi: ওড়িশার বালেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থল, দেখা আহতদের সঙ্গেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement