Coromandel Express accident Update: ‘ট্রেনের নীচে আর কেউ বেঁচে আছে বলে মনে হয় না!’ ঘটনাস্থলে দাঁড়িয়ে অসহায় উক্তি ওড়িশার ডিজি-র
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ডিজি জানান, এর আগেও রেলের কামরাগুলি তোলার জন্য ২-৩টে ক্রেন আনা হয়েছিল৷ কিন্তু, সেগুলি দিয়ে বগিগুলি সরানো যায়নি৷ তারপরে আরও একটি ক্রেন আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷
ওড়িশা: ‘সারাজীবনে এত মৃতদেহ দেখিনি!’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওড়িশা পুলিশের ডিজি (দমকল) বললেন, ‘‘আমরা দুঃখিত, এত মৃতদেহ একসঙ্গে দেখার অভিজ্ঞতা তো ছিল না৷ আমরা চেষ্টা করছি..’’৷ এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে ওড়িশার ডিজি (দমকল) সুধাংশু সারঙ্গি জানান, রেল ট্র্যাক থেকে ট্রেনের কামরাগুলি সরানোর জন্য একটি ক্রেন আনা হয়েছে৷ সব কিছু ঠিকঠাক চললে আজ রাতের মধ্যেই সব কিছু সরিয়ে ফেলা হবে৷
ডিজি জানান, এর আগেও রেলের কামরাগুলি তোলার জন্য ২-৩টে ক্রেন আনা হয়েছিল৷ কিন্তু, সেগুলি দিয়ে বগিগুলি সরানো যায়নি৷ তারপরে আরও একটি ক্রেন আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
আরও পড়ুন: ‘চতুর্দিকে পড়েছিল লাশ, চাপ চাপ রক্ত’, চোখ বন্ধ করলেই শুক্রবারের ভয়ঙ্কর স্মৃতি, কী বললেন কলকাতার দম্পতি
এই ক্রেন দিয়ে বগিগুলি তুলে দেখা হবে, সেখানে কেউ আটকে রয়েছেন কি না৷ কিন্তু একথা বলার পরেই সুধাংশুর মন্তব্য, ‘‘আমাদের মনে হয় না ওই বগিগুলির নীচে কেউ বেঁচে আছে বলে৷’’
advertisement
#WATCH | “…A crane has arrived, we will pull up (coaches) one by one but we don’t expect any survivors under them. We are disheartened, we had never seen so many bodies in our life..,” says Odisha’s Director General, Fire Services, Sudhanshu Sarangi, on #BalasoreTrainAccident pic.twitter.com/NhUumiWzOy
— ANI (@ANI) June 3, 2023
advertisement
শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আহত প্রায় ৯০০ জন৷ নিখোঁজ বহু৷ ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী। রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Odisha
First Published :
June 03, 2023 6:00 PM IST

