TMC BJP: সর্বদলীয় প্রতিনিধি দলে যোগ দেবে বিজেপি? বিধানসভায় জোর তরজা
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debamoy Ghosh
Last Updated:
উত্তরবঙ্গের বিষয়ে যখন কেন্দ্রের কাছে সর্বদলীয় প্রতিনিধি দলের প্রস্তাব পাশ হয়েছিল, তখন দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
কলকাতা: উত্তরবঙ্গ বাঁচাতে সর্বদলীয় প্রতিনিধি দল যাওয়া নিয়ে ফের আবেদন। এ দিন বিধানসভার অধ্যক্ষ এ বিষয়ে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে উদ্যোগ নিতে বলেন। শঙ্কর ঘোষ বলেন, এ বিষয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার উপর সাসপেন্ড হওয়ার কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষের বাইরে৷ সেচমন্ত্রী মানস ভুইয়া, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের এক প্রশ্নের উত্তরে জানান, ফ্লাশ ফ্লাডের কারণে উত্তরবঙ্গের বিপদ বাড়ছে। এই অবস্থায় সর্বদলীয় প্রতিনিধি দল যাওয়া প্রয়োজন।
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তিনি চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, বিরোধী দলের অসহযোগিতায়।স্পিকার জানান, রাজ্যের স্বার্থে এই দল যাওয়া প্রয়োজন।দূষণের ইস্যুতে ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য কেন্দ্রের কাছে আবেদন করার জন্য একটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর কথাও বলেছিলেন। কিন্তু এই বিষয়ে বিজেপি পরিষদীয় দল তেমন কোনও উৎসাহ এখনও পর্যন্ত দেখাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বুধবার বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement
advertisement
এর আগে বন্যায় উত্তরবঙ্গে ভেসে যাওয়ার ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল, ভুটানের বেশি পরিমাণ দল ছাড়ার কারণে বন্যা হয় উত্তরবঙ্গে। খোদ মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, ভুটান থেকে জল ছাড়ার ফলে উত্তরবঙ্গ ভেসে যায়। এখন সেই ভুটান থেকে আসা নদীর দূষিত জল নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হতে চায় তৃণমূল।
advertisement
উত্তরবঙ্গের বিষয়ে যখন কেন্দ্রের কাছে সর্বদলীয় প্রতিনিধি দলের প্রস্তাব পাশ হয়েছিল, তখন দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শঙ্কর ঘোষের জবাব শুনে শোভনদেব চট্টোপাধ্যায় অধিবেশনে শিলিগুড়ির বিধায়কের উদ্দেশে বলেন, ‘‘কৌশলে বিষয়টি এড়িয়ে গেলেন। বাংলার মানুষ দেখল, রাজ্যের স্বার্থে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধি দলের যাওয়ার বিষয়টি আপনাদের জন্য সম্ভব হল না। অযথা আপনি বিরোধী দলনেতার কথা তুললেন। আমি আপনার কাছে বার বার জানতে চেয়েছি, কবে যাওয়া হবে? কিন্তু আপনি জানাননি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2025 5:41 PM IST










