Job Offer : ছেলের পড়াশোনার জন্য গয়না বন্ধক রাখেন অঙ্গনওয়াড়িকর্মী মা, বিশাখের সামনে আজ ২ কোটি টাকার বেতনের চাকরি

Last Updated:

Job Offer : প্রতি ক্ষেত্রেই প্রস্তাবিত বেতন ছাড়িয়েছে কোটির অঙ্ক ৷ কোথাও পৌঁছেছে ২ কোটির কাছেও ৷

বিশাখ মণ্ডল
বিশাখ মণ্ডল
কলকাতা : উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পেয়েছিলেন দ্বাদশ স্থান ৷ প্রথম দশের মধ্যে থাকতে না পারার যন্ত্রণা কুরে কুরে খেয়েছিল রামপুরহাটের বিশাখকে ৷ সেইসঙ্গে তাঁর বাবা মাকেও ৷ মেধাবী সন্তানের থেকে তাঁদের প্রত্যাশা ছিল ৷ সেই প্রত্যাশার দুকূল ছাপিয়ে গেল উচ্চ মাধ্যমিকের কয়েক বছর পরে, চাকরির অফারে ৷ জিতেন্দ্রলাল বিদ্যাভবনের প্রাক্তন ছাত্র বিশাখ মণ্ডলের সামনে বিশ্বের তাবড় সংস্থার চাকরির সুযোগ ৷ প্রতি ক্ষেত্রেই প্রস্তাবিত বেতন ছাড়িয়েছে কোটির অঙ্ক ৷ কোথাও পৌঁছেছে ২ কোটির কাছেও ৷
বিশাখের বাবা চাষবাস করেন৷ মা অঙ্গনওয়াড়ি কর্মী৷ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর ডয়েন্ট এন্ট্রান্সেও ভাল ফল করেছিলেন তিনি ৷ ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় ৷ সঙ্গী ছিল দ্বিধা, সংশয়, ভয় এবং একরাশ স্বপ্ন৷ রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অলিন্দ-ভয় দেখিয়েছিলেন অনেকেই ৷ বলেছিলেন ‘সাবধানে থাকিস’৷ ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষে পৌঁছে বিশাখ দেখছেন তাঁর সব ভয় ও দ্বিধা অমূলক ছিল ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতায় তিনি অভিভূত ৷ শিক্ষকদেরও তাঁর মনে হয়েছে বন্ধু হিসেবে ৷
advertisement
এই মুহূর্তে বিশাখের সামনে তিনটে চাকরির সুযোগ ৷ ফেসবুক লন্ডন থেকে পেয়েছেন ১ কোটি ৮৩ লক্ষ টাকার বার্ষিক বেতনের প্যাকেজ ৷ গুগল লন্ডন দিচ্ছে ১ কোটি ৪০ লাখ টাকার বার্ষিক বেতন এবং অ্যামাজন বার্লিনের তরফে তিনি পেয়েছেন ১ কোটি ১৩ লক্ষ টাকার বার্ষিক বেতনের প্রতিশ্রুতি ৷ আপাতত গুগল ও ফেসবুকের সঙ্গে বিশাখের কথাবার্তা এগোচ্ছে ৷ আরও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : মেধার ভিত্তিতে নিয়োগের পর শিক্ষকের সাম্মানিক ১৫০০! স্কুলের বিজ্ঞপ্তিতে আলোড়ন সোশ্যাল মিডিয়ায়
বেশ কিছু দিন ধরেই ফেসবুক ও গুগলের সঙ্গে বিশাখের কথা চলছে ৷ রাত ১২ টার সময় তাঁর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ করেছিল গুগল ৷ সংলাপের শুরুতেই গুগল কর্তৃপক্ষ বলেছিলেন ‘দুঃখিত’! শুনেই বিশাখের মনে হয়েছিল সেখানে আর তাহলে চাকরির আশা নেই ৷ কিন্তু ভুল ভাঙল তার পরের বাক্যেই ৷ গুগল দুঃখিত, কারণ তারা বিশাখের সঙ্গে দেরিতে যোগাযোগ করেছে !
advertisement
আরও পড়ুন : ঘাটালবাসীর কাছে আশার আলো, বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল ঘাটাল মাস্টারপ্ল্যান
আকাশছোঁয়া এই অফার প্রথমে অপ্রত্যাশিত ছিল আদতে মুর্শিদাবাদের নবগ্রামের সুখীগ্রামের ছেলে বিশাখের কাছেও ৷ পারিবারিক কারণে ২০০৭ সাল থেকে তিনি মায়ের সঙ্গে থাকতে শুরু করেন রামপুরহাটে ৷ তাঁর বাবা থাকেন মুর্শিদাবাদেই৷ স্বচ্ছ্লতা না থাকলেও বিশাখের গায়ে অভাবের আঁচও লাগতে দেননি তাঁর দিদিমা৷ গত ১২ বছর ধরে বিশাখের মা অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ করছেন ৷ ছেলের পড়ার খরচ চালাতে তিনি  অলঙ্কার বন্ধক রাখতেও দ্বিধা করেননি ৷ এখন বিশাখ পেয়িং গেস্ট হিসেবে থাকেন কলকাতায় ৷ তাঁর আক্ষেপ, দিদিমা তাঁর জীবনযুদ্ধ দেখলেও সাফল্য দেখে যেতে পারলেন না ৷ কিছু দিন আগে প্রয়াত হয়েছেন বিশাখের দিদিমা ৷ তিনি সব সময় সচেষ্ট থাকতেন অভাবের আঁচ যেন নাতির গায়ে না লাগে ৷
advertisement
আরও পড়ুন : কমল দাম, এই রবিবার ইলিশ খাবেন তো? দেখে নিন কলকাতার বাজারে ইলিশের দর
চাকরির ক্ষেত্রে কোনটা বেশি গুরত্বপূর্ণ? বেতন না পরিবেশ? প্রশ্ন রাখা হয়েছিল বিশাখের কাছে ৷ তিনি জানিয়েছেন, দুটোই গুরুত্বপূর্ণ তাঁর কাছে ৷ তবে পড়াশোনার ক্ষেত্রে অন্তত কলেজস্তর অবধি অফলাইনের কোনও বিকল্প নেই ৷ বলছেন এই মেধাবী ৷
advertisement
( সুশোভন ভট্টাচার্য ও অক্ষয় ধীবর)
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Job Offer : ছেলের পড়াশোনার জন্য গয়না বন্ধক রাখেন অঙ্গনওয়াড়িকর্মী মা, বিশাখের সামনে আজ ২ কোটি টাকার বেতনের চাকরি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement