৭ সপ্তাহ পর ফলাফল! কলেজ সার্ভিস কমিশনের SET পরীক্ষায় উত্তীর্ণ ৩,২৮২ জন

Last Updated:

কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, ৫৮,৮৬৭ জনের মধ্যে ৩,২৮২ জন উত্তীর্ণ। সফল পরীক্ষার্থীরা মার্চে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। ডিসেম্বর মাসে আবারও সেট পরীক্ষা হবে।

৭ সপ্তাহ পর ফলাফল! কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় উত্তীর্ণ ৩,২৮২ জন
৭ সপ্তাহ পর ফলাফল! কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় উত্তীর্ণ ৩,২৮২ জন
কলকাতা: সাত সপ্তাহের মধ্যে প্রকাশিত হল সেটের ফলাফল। শনিবার কলেজ সার্ভিস কমিশন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সরাসরি ফলাফল দেখতে পারবেন। এই পরীক্ষায় মোট ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ৩,২৮২ জন উত্তীর্ণ হয়েছেন। সফল পরীক্ষার্থীরা মার্চের প্রথম সপ্তাহ থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে আবারও সেট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষাটি একটি রাজ্য স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, যার মাধ্যমে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়। এই পরীক্ষাটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসসি)। এই পরীক্ষাটিও দু’টি পেপারের উপর নেওয়া হয়। মোট ৩৩টি বিষয়ের উপর সেট পরীক্ষা নেওয়া হয়। তবে এই পরীক্ষাটি অফলাইনে মাধ্যমেই নেওয়া হয়। এ ছাড়া বছরে এক বারই সেট পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি ও বাংলা মাধ্যমে পাওয়া যায়। দু’টি পেপারে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে এই পরীক্ষার মাধ্যমেও ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে নিয়োগ করা হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
৭ সপ্তাহ পর ফলাফল! কলেজ সার্ভিস কমিশনের SET পরীক্ষায় উত্তীর্ণ ৩,২৮২ জন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement