৭ সপ্তাহ পর ফলাফল! কলেজ সার্ভিস কমিশনের SET পরীক্ষায় উত্তীর্ণ ৩,২৮২ জন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, ৫৮,৮৬৭ জনের মধ্যে ৩,২৮২ জন উত্তীর্ণ। সফল পরীক্ষার্থীরা মার্চে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। ডিসেম্বর মাসে আবারও সেট পরীক্ষা হবে।
কলকাতা: সাত সপ্তাহের মধ্যে প্রকাশিত হল সেটের ফলাফল। শনিবার কলেজ সার্ভিস কমিশন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সরাসরি ফলাফল দেখতে পারবেন। এই পরীক্ষায় মোট ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ৩,২৮২ জন উত্তীর্ণ হয়েছেন। সফল পরীক্ষার্থীরা মার্চের প্রথম সপ্তাহ থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে আবারও সেট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষাটি একটি রাজ্য স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, যার মাধ্যমে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়। এই পরীক্ষাটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসসি)। এই পরীক্ষাটিও দু’টি পেপারের উপর নেওয়া হয়। মোট ৩৩টি বিষয়ের উপর সেট পরীক্ষা নেওয়া হয়। তবে এই পরীক্ষাটি অফলাইনে মাধ্যমেই নেওয়া হয়। এ ছাড়া বছরে এক বারই সেট পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি ও বাংলা মাধ্যমে পাওয়া যায়। দু’টি পেপারে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে এই পরীক্ষার মাধ্যমেও ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে নিয়োগ করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2025 11:53 AM IST







