Coal Scam in West Bengal: ফের সিবিআই-এর নতুন ডাক, এবার নিজাম প্যালেসে যাবেন তৃণমূল বিধায়ক! কে তিনি?

Last Updated:

Coal Scam in West Bengal: সিবিআই সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে।

এবার শওকত মোল্লাকে ডাক
এবার শওকত মোল্লাকে ডাক
#কলকাতা: ফের তৃণমূল নেতাকে সিবিআই তলব। এবার কয়লা পাচার মামলায় তৃণমূল নেতা শওকত মোল্লাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর তলব নিয়ে অবশ্য এখনই মুখ খুলতে নারাজ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সিবিআই সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তৃণমূল বিধায়ককে।
জানা গিয়েছে, বুধবার শওকতের কাছে পৌঁছায় সিবিআই-এর নোটিশ। সশরীরে হাজিরা দেওয়ার পাশাপাশি একাধিক নথিও তাঁকে আনতে বলা হয়েছে। সিবিআই-এর তরফে জানানো হয়েছে, নিজাম প্যালেসে আসার সময় শওকত যেন তাঁর সঙ্গে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে আসেন।
এখানেই শেষ নয়, একই সঙ্গে তাঁকে ব্যাঙ্ক লেনদেনের নথিপত্রও নিয়ে যেতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। যদি তৃণমূল বিধায়কের কোনও ব্যবসা থাকে, সেই সংক্রান্ত নথিও তাঁকে আনতে বলা হয়েছে। এ প্রসঙ্গে শওকতের অবশ্য প্রতিক্রিয়া, ''যা বলার পরে বলব।''
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি একাধিক দুর্নীতি মামলায় তৃণমূলের হেভিওয়েটদের ডেকে পাঠাচ্ছে সিবিআই। গরু পাচার কিংবা ভোট পরবর্তী অশান্তির মামলায় যেমন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেইসঙ্গে এসএসসি দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও একাধিকবার জেরা করেছে সিবিআই। এবার কয়লা পাচার কাণ্ডে ডাক পড়ল শওকত মোল্লার।
advertisement
এ প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ''শওকত মোল্লা নিয়ে আমি কিছু জানি না। তাই এই ব্যাপারে আমার বলা ঠিক হবে না।'' অপরদিকে, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ''কেউ বাদ যাবে না। তৃণমূলের প্রত্যেকটা নেতা, মন্ত্রী কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, স্টোন পাচারে যুক্ত হয়ে আছে। আস্তে আস্তে তৃণমূলের সত্যটা বেরিয়ে আসছে, মুখোশটা খুলে যাচ্ছে। এক বছরের মাথায় মানুষের কাছ থেকে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা হারাবে এবং দলের অর্ধেক নেতা-মন্ত্রীরা জেলের ভেতরে থাকবে।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coal Scam in West Bengal: ফের সিবিআই-এর নতুন ডাক, এবার নিজাম প্যালেসে যাবেন তৃণমূল বিধায়ক! কে তিনি?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement