Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে নতুন মোড়, বিধায়কের ছায়াসঙ্গীকে তলব! নতুন ছক সিবিআই-এর?

Last Updated:

Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে ক্যানিং পূর্ব বিধায়ক সৌকাত মোল্লাকে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ নিজাম প্যালেসে।

ছক সাজাচ্ছে সিবিআই
ছক সাজাচ্ছে সিবিআই
#কলকাতা: কয়লাপাচার কাণ্ডে এবার শওকত মোল্লার ছায়া সঙ্গীকে তলব করল সিবিআই। শওকতের ঘনিষ্ঠ তাঁর ব্লকের যুব প্রেসিডেন্ট সাদেখ লস্করকে তলব করল সিবিআই। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে  বলে সিবিআই সূত্রে খবর। অন্যদিকে বুধবার কয়লা পাচার কাণ্ডে সৌকাত মোল্লা হাজির হন নিজাম প্যালেসে। দ্বিতীয় নোটিশ অনুসারে হাজির হন শওকত সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ।শওকত মোল্লাকে দ্বিতীয় নোটিশ অনুসারে আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে চাইবে, আসানসোল সহ বিভিন্ন জায়গা থেকে যে কয়লা আসে ক্যানিং এলাকার ইটভাটাতে সেখানে আর্থিক যে লাভ হত সেই বেআইনি আর্থিক লেনদেন কীভাবে চলত? ক্যানিং এলাকায় কত গুলি ইটভাটা আছে? ইটভাটা গুলির মালিক কে?ওই কয়লা কীভাবে কোথায় কি কাজে লাগতো? শওকতের কতগুলি ব্যংক একাউন্ট রয়েছে? সেগুলো কার নামে রয়েছে? কোন কোন প্রভাবশালী নেতাদের সঙ্গেযোগ সাজস? কয়লা পাচারে ক্যানিং এলাকায় শওকতের কী ভূমিকা?
প্রসঙ্গত, গত ৯ জুন সৌকাত মোল্লাকে কয়লা পাচারকাণ্ডে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশ অনুসারে তিনি বুধবার নিজাম প্যালেসে এসে হাজিরা দিলেন। এর আগে ২৭ মে তাঁকে কয়লা পাচার কাণ্ডে প্রথম নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর পূর্ব নির্ধারিত প্রশাসনিক বৈঠক থাকায় তিনি হাজির হতে পারেননি। সিবিআইকে তিনি মেল করেন ও আইনজীবী এসে চিঠি দিয়ে সিবিআইকে সে কথা জানিয়ে দেন। এরপর  সিবিআইয়ের দ্বিতীয় নোটিস অনুসারে বুধবার হাজিরা দেন শওকত মোল্লা।
advertisement
advertisement
অন্যদিকে, মঙ্গলবার কয়লা পাচারকাণ্ডে সিবিআই রুজিরা বন্দোপাধ্যায়ের বাড়িতে প্রায় সাত ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচার কাণ্ডে একের পর এক নেতা, বিধায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
advertisement
সব মিলিয়ে বলা যায় কয়লা পাচার কাণ্ডে কোমর বেঁধে নেমেছে সিবিআই।  একের পর এক নেতা বিধায়ককে তলব করছে সিবিআই। কয়লা পাচারে মূলে পৌঁছাতে চাইছে সিবিআই। যদিও তৃণমূলের দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ জন্য এসব করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে নতুন মোড়, বিধায়কের ছায়াসঙ্গীকে তলব! নতুন ছক সিবিআই-এর?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement