Mamata Banerjee: টাইপ-১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইতে বিশ্বে অনুকরণীয় ‘বাংলার মডেল’! হাভার্ডের বিশেষজ্ঞের প্রশংসা, গর্বের পোস্ট মমতার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: বাংলার মুকুটে নতুন পালক। টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করার জন্য ‘বাংলার মডেল’ বিশ্বব্যাপী ‘অনুকরণীয় মডেল’ বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বাংলার মুকুটে নতুন পালক। টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করার জন্য ‘বাংলার মডেল’ বিশ্বব্যাপী ‘অনুকরণীয় মডেল’ বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশু ও কিশোরদের টাইপ-১ ডায়াবিটিস চিকিৎসায় অত্যাধুনিক মানের স্বাস্থ্য মডেলের জন্য আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলা। এবার ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে আরও এগিয়ে গেল বাংলা।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী পোস্ট করে লিখেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করার জন্য ‘বাংলার মডেল’ – যা বিশ্বব্যাপী অনুকরণীয় মডেল হয়ে উঠেছে। সম্প্রতি, হার্ভার্ড মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক জিন বুখম্যান, যিনি অসংক্রামক রোগের একজন বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত, আমাদের এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেছেন এবং এই উদ্যোগের প্রশংসা করেছেন কারণ এটি দেশের প্রথম রাষ্ট্রীয়ভাবে পরিচালিত একটি কর্মসূচি। আমি এই উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাই।’’
advertisement
I am delighted to announce that ‘Bengal model’ to fight Type I diabetes – has become a global model to emulate.
Recently, Harvard Medical School Associate Professor Gene Bukhman, considered as an authority on non-communicable diseases, has visited our SSKM Hospital and…
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2025
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, শিশু ও কিশোরদের টাইপ-১ ডায়াবিটিস চিকিৎসায় অত্যাধুনিক মানের স্বাস্থ্য মডেলের জন্য আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলা। কিছুমাস আগেই ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস’ (আইএসপিএডি) ২০২৫ সালের জন্য বেছে নেয় পশ্চিমবঙ্গ সরকারকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 5:47 PM IST

