#কলকাতা: মোদি সরকারের ঐতিহাসিক রায়ে বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্যের তকমা হারাল কাশ্মীর। খারিজ হয়ে গেল 370 ধারা। একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। এই সিদ্ধান্তের প্রায় ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া এল তৃণমূল নেত্রীর ৷ বললেন, ‘কেন্দ্রের পদ্ধতি নিয়ে আপত্তি আছে ৷ আমরা এই বিল সমর্থন করি না ৷’
কাশ্মীরে ৩৭০ ধারার বিলোপ নিয়ে মঙ্গলবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতি মানেনি কেন্দ্র ৷ কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলা যেত ৷ কাশ্মীরে যা ঘটছে, সব দেখছি ৷ কাশ্মীরের মানুষ আমাদের ভাই-বোন ৷’ একইসঙ্গে রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার পরই কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী ৷ বলেন, অবিলম্বে ওমর, মেহবুবাকে ছেড়ে দেওয়া উচিত ৷
‘কাশ্মীরকে বিচ্ছিন্ন করে জাতীয় সংহতি বাড়বে না ৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলবন্দি করা হচ্ছে ৷’ ৩৭০ধারা নিয়ে ট্যুইটে প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধিও ৷ কাশ্মীর থেকে বিশেষ তকমা কেড়ে নিতেই আড়াআড়ি ভাগ হল দেশের রাজনীতি। সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় এনডিএ’র অন্যতম শরিক নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল। আবার ৩৭০ ধারা (Article 370) ধারা খারিজে মোদি-শাহদের পাশে আপ। সংবিধানের কালোদিন বলেই প্রতিক্রিয়া কংগ্রেসের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 35A, 370, Amit Shah, Article 370, Article 370 Revoked, CM Mamata Banerjee, Cpim, Jammu & Kashmir, Jammu And Kashmir, Kashmir, Ladakh, Mamata Banerjee, Mission Kashmir, Narendra Modi