Mamata Banerjee: ‘যারা মাতৃভূমি রক্ষা করছেন তাদের...’ সেনাবাহিনীকে রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা জানালেন মমতা!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: ‘সেনাবাহিনীকে বিশ্বকবির জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অন্যদিকে সীমান্তে যুদ্ধ পরিস্থতি। পাকিস্তানের যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বারংবার আক্রমণের উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে বিশ্বকবির জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, ‘‘সেনাবাহিনী যারা লড়াই করছেন, যারা মাতৃভূমি রক্ষা করছেন তাদের সবাই কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিনে শুভেচ্ছা। আমরা বিশ্বকবি এর থেকে সব সময় শিক্ষা পাই। আমার খারাপ লাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিনে রবীন্দ্রনাথ চর্চা করি, কিন্তু অন্যদিনে আমরা এই চর্চা কমিয়ে দিয়েছি। নিজের রাজ্যে, নিজের সংস্কৃতি, সবাই সন্মান দিয়ে চলা এটা যেন আমরা সবই মেনে চলি। দেশ ভাল থাক,, সবাই ভাল থাক…’’
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান উদ্বেগপূর্ণ পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি কলকাতা বিমানবন্দরেও। বুধবারই সকলকে একজোট হয়ে কাজের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা মতো নবান্নের তরফে ছুটি বাতিলের নির্দেশিকাও জারি করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 6:37 PM IST








