Operation Sindoor Updates: বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিক হামলা পাক সেনার! যোগ্য জবাব দিয়েছে ভারত! অপারেশন সিঁদুরের আপডেট দিল সরকার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Operation Sindoor Updates: একসঙ্গে জম্মু, অমৃতসর, জয়সালমীর, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় বিমান এবং ড্রোন হামলা চালায় পাকিস্তান।
নয়াদিল্লি: বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরের মাঝামাঝি সময় ফের ভারতে হামলার চেষ্টা করে পাকিস্তান। একসঙ্গে জম্মু, অমৃতসর, জয়সালমীর, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় বিমান এবং ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে প্রতিটি হামলারই যোগ্য জবাব দিয়েছে ভারত। বিফল হয়েছে পাকিস্তানের প্রতিটি আক্রমণের ছক। শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের আপডেট জানান হয়েছে।
তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে, ০৮ এবং ০৯ মে, ২০২৫ এর মধ্যবর্তী রাতে, পাকিস্তান ড্রোন এবং অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে পুরো সমগ্র পশ্চিম ভারতের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিক হামলা চালায়।
advertisement
advertisement
📢#OperationSindoor Updates 🚨
➤ On the intervening night of 08 and 09 May, 2025, #Pakistan launched multiple attacks using drones and other munitions across the entire #WesternBorder
➤ Pakistani troops carried out numerous Cease Fire Violations along the Line of Control in… pic.twitter.com/jOE0EBep5E
— PIB India (@PIB_India) May 9, 2025
advertisement
পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
ভারতীয় সেনা ড্রোন আক্রমণগুলি কার্যকরভাবে প্রতিহত করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দিয়েছে।
দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ভারত।
পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার জবাব দিতেই অপারেশন সিঁদুর অভিযান করে ভারতীয় সেনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 3:47 PM IST