Mamata Banerjee: 'বাংলাকে বলছে বিদেশি ভাষা! আন্তর্জাতিক স্তরে ৫ম আমাদের ভাষা', বিধানসভায় বিজেপিকে প্রবল আক্রমণ মমতার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: মঙ্গলবারের পর বৃহস্পতিবারও বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ফের বিধানসভায় ভাষা তরজা। মঙ্গলবারের পর বৃহস্পতিবারও বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে বাংলা এবং বাঙালি প্রসঙ্গে আলোচনা শুরু হতেও তুমুল হট্টগোল বিধানসভায়। বাংলা ভাষার বিশ্বমর্যাদা বিরোধীদের মনে করালেন মুখ্যমন্ত্রী।
এদিন বিধানসভায় মমতা বলেন, ‘‘বাংলাকে বলছে বিদেশি ভাষা। বাংলা ভাষার স্থান আন্তর্জাতিক লেভেলে ৫ম। বাংলা ভাষার বিরোধীরা হল বাংলা বিরোধী।’’ বাংলা এবং বাঙালি প্রসঙ্গে আলোচনা শুরু হওয়ার পর বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ শুরু হয়। মুখ্যমন্ত্রী বসে পড়েন। মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুরু করামাত্র বিক্ষোভ শুরু হতেই বিজেপিকে বলা বন্ধ করে দেন তিনি। পরে কটাক্ষ করেন নেত্রী।
advertisement
advertisement
বাংলাভাষাকে অপমানের অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘আমার ভাষা শেষ হবে না। আমি ধিক্কার জানাচ্ছি। জেনে শুনেই আমার কন্ঠরোধ করতে এই কর্মসূচী। আমি বলবই আমার কন্ঠরোধ করা যাবে না। আমি বাংলার কথা, বাঙালির কথা বলবই। আমরা বাংলাকে সম্মান করি। এরা বাংলাভাষাকে অপমান করেছে। মানুষ এদের ক্ষমা করবে না। আমি বাংলায় জন্মেছি। আমাকে থামানো শক্ত। এরা বাংলা জানে না। এরা বাংলার আন্দোলন জানে না। এরা বাংলার স্বাধীনতা জানে না। এরা বাংলার গণতন্ত্র জানে না। এরা দেশ, বাংলা জানে না।’’
advertisement
নাম না করেই বিজেপি স্বৈরাচারী শক্তি হিসেবে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এরা পৈশাচিক, দানবিক, স্বৈরাচারী শক্তি। এরা বাংলাকে অত্যাচার, অপমান করেছে। স্বাধীনতার সময়ে এরা ইংরেজদের দালালি করত। এরা আবার বাংলাকে পরাধীন করতে চায়।’’ ‘‘ভাষা বিরোধী গরিব, তফশিলী, হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল বিজেপি’’, বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: টয়লেটে ১ চামচ ফেলে দিন মাত্র ২ টাকার এই জিনিস! নোংরা দাগ, দুর্গন্ধ গায়েব, মিনিটে ঝকঝক করবে বাথরুম
advertisement
ভাষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘চোর’ বলে আক্রমণ মমতার। তিনি বলেন, ‘‘আমার গলা কাটলেও আমি বাংলায় কথা বলব। এত বড় ক্ষমতা বাংলায় আমার কন্ঠরোধ করবেন? আপনারা বাংলা বিরোধী। বাংলা ভাষাকে মর্যাদা দেন না। মোদী সবচেয়ে বড় চোর। অমিত শাহ বড় চোর। চোর হটাও।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 3:47 PM IST