'রাজ্যের বকেয়ার দাবিতে বৈঠক,' ধর্মতলায় বিক্ষুব্ধ পড়ুয়াদের শান্ত করতে ব্যাখ্যা দিলেন মমতা

Last Updated:

বিক্ষোভরত ছাত্রদের উদ্দেশ্যে মমতা বললেন, 'আমরা মোদিকে আমন্ত্রণ করিনি৷ মোদি এখানে রাস্তা দিয়ে হাঁটেননি৷'

#কলকাতা: ধর্মতলায় ছাত্র বিক্ষোভ সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়৷ বিক্ষোভরত ছাত্রদের উদ্দেশ্যে মমতা বললেন, 'আমরা মোদিকে আমন্ত্রণ করিনি৷ মোদি এখানে রাস্তা দিয়ে হাঁটেননি৷'
ধর্না মঞ্চে বিক্ষোভকারী ছাত্রদের শান্ত করতে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা মোদিকে আমন্ত্রণ করিনি৷ কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে৷ সেই কারণেই দেখা করেছি৷ বৈঠক করেছি বলে আমরা সিএএ মানবো না৷ মোদি এখানে রাস্তা দিয়ে হাঁটেননি৷ জল ও কাশপথে ঘুরেছেন৷ রাজ্যের বকেয়ার দাবিতেই বৈঠক করেছি৷ আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন৷ আমাদের কিছু করার ছিল না৷'
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিলেনিয়াম পার্কে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান ও কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানে ব্যস্ত, তখন ধর্মতলায় ছাত্র বিক্ষোভে তুলকালাম শুরু হয়৷ সিএএ ও এনআরসি-র টিএমসিপি-র ধর্নার দিকে একের পর এক ব্যারিকেড ভেঙে চলে আসে ছাত্রদের মিছিল৷ চৌরঙ্গির কাছে পুলিশ মানব বন্ধন গড়ে ছাত্রদের আটকানোর চেষ্টা করে৷ পরিস্থিতি সামাল দিতে ফের ধর্না মঞ্চে চলে আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতার বৈঠকের প্রতিবাদে বিক্ষোভে তুলকালাম ধর্মতলা৷ ধর্না মঞ্চের সামনে স্লোগান দিচ্ছেন পড়ুয়ারা৷ পুলিশের সঙ্গে বেঁধে যায় তুমুল ধস্তাধস্তি৷ তড়ঘড়ি ধর্না মঞ্চে ফিরে মমতা বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের শান্ত হতে অনুরোধ করেন৷ কিন্তু তাতেও স্লোগান চালিয়ে যেতে থাকেন ছাত্রছাত্রীরা৷ মমতা মাইক হাতে বিক্ষোভরত পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, 'অশান্তি বরদাস্ত করা হবে না৷ আন্দোলনে হিংসা বরদাস্ত নয়৷'
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
'রাজ্যের বকেয়ার দাবিতে বৈঠক,' ধর্মতলায় বিক্ষুব্ধ পড়ুয়াদের শান্ত করতে ব্যাখ্যা দিলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement