Government Fund Missing: শুধু ট্যাব নয়! গায়েব লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার টাকাও! চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Government Fund Missing: ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলিতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা-সহ বেশ কয়েকটি সরকারি প্রকল্পের টাকা।
কলকাতা: ট্যাবের টাকা গায়েব নিয়ে হইচইয়ের মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য! এবার কি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার টাকাও গায়েব? ট্যাবের টাকা গায়েবের ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলিতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা-সহ বেশ কয়েকটি সরকারি প্রকল্পের টাকা। রয়েছে কেন্দ্রীয় কয়েকটি সরকারি প্রকল্পেরও টাকা। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাজ্য পুলিশের হাতে। একই অ্যাকাউন্টে কী ভাবে ট্যাব, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার টাকা?
পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় এরকম অ্যাকাউন্টের হদিশ পেয়েছে রাজ্য পুলিশ। গোটা বিষয়টি নজরে এসেছে নবান্নের শীর্ষ পর্যায় আধিকারিকদেরও। ২০২২ সালেও ট্যাবের টাকা গায়েব নিয়ে একই ঘটনা ঘটেছিল। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছিল। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। পরে তারা জামিনে ছাড়া পায়। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজে দুই পুলিশ জেলার এসপির থেকে রিপোর্ট চেয়েছেন।
advertisement
আরও পড়ুন-বাড়িতে বাথরুম আর টয়লেট পাশাপাশি? দাম্পত্য কলহ, বেকারত্ব পিছু ছাড়বে না! কী উপায়? জেনে নিন
রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এককালীন দশ হাজার টাকা পান ট্যাব কেনার জন্য। পুজোর ছুটির আগেই রাজ্যের স্কুলগুলি নির্দিষ্ট পোর্টালে আবেদন জানিয়েছে। কিন্তু দিন কয়েক আগে ‘অদ্ভুত’ ঘটনা ঘটে পূর্ব বর্ধমান সিএমএস হাই স্কুলে। চলতি বছরে ওই স্কুলের ৪১২ জন পড়ুয়ার জন্য ট্যাবের টাকার আবেদন করা হয় বলে জানান প্রধানশিক্ষক মিন্টু রায়। কিন্তু ২৮ জন পড়ুয়া জানান, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। খোঁজ নিয়ে স্কুল কর্তৃপক্ষই জানতে পারেন অভিযোগ সঠিক। ঘটনাক্রমে শিক্ষা দফতর এবং সাইবার থানায় অভিযোগ জানানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- কত পা হাঁটলে ১ কিলোমিটারের সমান হাঁটা হয়? এই অঙ্ক জানলে সহজ হবে জীবন! রোজ হাঁটবেন, সুস্থ থাকবেন
প্রধানশিক্ষক বলেন, ‘‘গত ২১ এবং ২২ অক্টোবর, দু’দিন ফোন করে স্কুলের ১৭ জন পড়ুয়া জানায় আমাদের জানিয়েছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের ১০ হাজার টাকা ঢোকে নি। স্কুলের পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয় ডিআই, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) এবং ডিপিওকে। ডিআইয়ের পরামর্শে সাইবার থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।’’ পাশাপাশি স্কুলের পক্ষ থেকে মোট ২৮ জন পড়ুয়াকে ব্যাঙ্কে গিয়ে খোঁজখবর নিতে বলা হয়েছিল। ব্যাঙ্কে গিয়ে পড়ুয়ারা জানতে পারেন, তাঁদের ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2024 1:14 PM IST