Vastu Tips: বাড়িতে বাথরুম আর টয়লেট পাশাপাশি? দাম্পত্য কলহ, বেকারত্ব পিছু ছাড়বে না! কী উপায়? জেনে নিন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Vastu Tips For Bathroom and Toilet: আজকাল, প্রতি বাড়িতেই স্নানঘর এবং শৌচালয় একই সঙ্গে থাকে। জানেন এর ফলে কী হয়?
advertisement
বাস্তুশাস্ত্র অনুযায়ী, পরিবারের সদস্যদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। বাড়ির সুখ, সমৃদ্ধি এবং বাসিন্দাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, এর সঙ্গে সন্তানের ক্যারিয়ার এবং পারিবারিক সম্পর্কও নষ্ট হতে পারে। স্বামী-স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে প্রায়ই মতবিরোধ ও তর্ক-বিতর্কের পরিস্থিতি তৈরি হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চন্দ্র মন ও জলের সঙ্গে যুক্ত এবং রাহু বিষের কারক। এ দুটির মিলনে জল বিষাক্ত হয়ে যায়। যা ব্যক্তির মন ও শরীরকে প্রভাবিত করে। শাস্ত্রে চন্দ্রকে সোম অর্থাৎ অমৃত এবং রাহুকে বিষ বলা হয়েছে। এই দুটোই বিপরীত জিনিস। তাই বাথরুম ও টয়লেট একসঙ্গে থাকলে পরিবারে বিচ্ছেদ হয়। মানুষের সহনশীলতার অভাব। মনের মধ্যে একে অপরের প্রতি ভালবাসা ও ঘৃণার অনুভূতি বাড়ে।
advertisement