Citizenship Amendment Act: আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের

Last Updated:

রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি ও হিংসার ঘটনায় উদ্বেলিত রাজ্যপাল জগদীপ ধনখড় ৷

#কলকাতা: CAA বিরোধিতায় আন্দোলনের নামে হিংসা। CAA-এর বিরোধিতায় গত শুক্রবার থেকে রাজ্যের নানা প্রান্ত উত্তপ্ত। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি ও হিংসার ঘটনায় উদ্বেলিত রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে রাজভবনে মুখ্যসচিব ও ডিজিকে তলব করলেন রাজ্যপাল ৷ আগামিকাল সকাল ১০ মুখ্যসচিব রাজীব সিনহা ও ডিজি বীরেন্দ্রকে রাজভবনে আসতে বলা হয়েছে ৷
ননস্টপ জগদীপ ধনখড়। CAA বিরোধিতায় রাজ্যের নানা প্রান্তে হিংসা। এই পরিস্থিতিতে, শান্তি বজায় রাখার বার্তা দিতে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজ্ঞাপন-খোঁচা রাজ্যপালের। বলেন, ‘ খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি ৷ যেভাবে হিঃসা চলছে তা মানা যায় না ৷ জনগন সংকটের মধ্যে রয়েছে ৷ পুলিশের আরও কড়া হওয়া উচিত ৷ পরিস্থিতি আগেই নিয়ন্ত্রণ করা যেত ৷ গোটা ঘটনায় আমি ব্যথিত ৷’
advertisement
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিশানা করে রবিবার পাল্টা সুর চড়ায় বিজেপি। তারপরে আসরে নেমে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তাঁরও নিশানায় মুখ্যমন্ত্রী।  বলেন, ‘মুখ্যমন্ত্রীর উচিত তাঁর বিজ্ঞাপন তুলে নেওয়া। এনআরসি নয়- নাগরিকত্ব আইন নয়, এই মর্মে কীভাবে নির্বাচিত সরকারের একজন মাথা সরকারি টাকায় বিজ্ঞাপন দিতে পারেন? এটা মানা যায় না। আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ ভাবে সাধারণ মানুষের টাকা খরচ করা যায় না ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Citizenship Amendment Act: আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement