ভাষা আন্দোলন নিয়ে নাগরিক কনভেনশন! উপস্থিত থাকবেন কুণাল ঘোষ, অরুপ চক্রবর্তী

Last Updated:

ভাষা আন্দোলন নিয়ে এবার নাগরিক কনভেনশন। বাংলার মান, বাঙালির সম্মান এই স্লোগানে হবে কনভেনশন। পুজোর পরেই এই নাগরিক কনভেনশন। বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁতে এই কনভেনশন হবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতাঃ ভাষা আন্দোলন নিয়ে এবার নাগরিক কনভেনশন। বাংলার মান, বাঙালির সম্মান এই স্লোগানে হবে কনভেনশন। পুজোর পরেই এই নাগরিক কনভেনশন। বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁতে এই কনভেনশন হবে। এদিন তার প্রস্তুতি বৈঠক হয়।
কুণাল ঘোষ, অরুপ চক্রবর্তী সহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন। মতুয়া, তপশিলী মানুষদের কাছে গিয়ে বোঝানোর সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই এটি হবে, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী ও এই আন্দোলনের ডাক দিয়েছেন। যে সমস্ত মতুয়ারা ভিন রাজ্যে সমস্যায় পড়েছেন তাদের কথা তুলে ধরা হবে।
advertisement
advertisement
২১শে জুলাইয়ের মঞ্চ থেকে  মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, “২৭ জুলাই থেকে একেবারে টানা ভোট পর্যন্ত। ভাষার উপর সন্ত্রাস। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না। মানব না। ভাষা আন্দোলন শুরু করা হবে।” একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাষা আন্দোলন নিয়ে নাগরিক কনভেনশন! উপস্থিত থাকবেন কুণাল ঘোষ, অরুপ চক্রবর্তী
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement