Video of swimming in front mall: এবার ডাঙায় ‘সমুদ্র’...সাঁতার কাটলেন স্থানীয়রা, ভাসছে মুম্বই! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Video of swimming in front mall: একটানা প্রবল বৃষ্টিতে এখন ভেসে যাওয়ার মতোই অবস্থা মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গা৷ মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে মুম্বই-এর ওবেরয় মলের সামনে সাঁতার কাটছে।

News18
News18
মুম্বইঃ একটানা প্রবল বৃষ্টিতে এখন ভেসে যাওয়ার মতোই অবস্থা মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গা৷ মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে মুম্বই-এর ওবেরয় মলের সামনে সাঁতার কাটছে।
advertisement
থানেতে সোমবার সকালে দেখা গেল এক অদ্ভূত দৃশ্য ৷ রাস্তায় এতটাই জল জমেছিল যে আন্ডারপাসের মধ্যে আটকে যায় একটি গাড়ি ৷ সেটা প্রায় ডুবেই যাচ্ছিল ৷ দুই ব্যক্তিকে তাদের প্রায় ডুবে যাওয়া গাড়ির ভিতরে জলমগ্ন আন্ডারপাসের মাঝখানে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সাঁতরে সেখানে পৌঁছে গাড়িটিকে ধাক্কা দিয়ে তার মধ্যে আটকে পড়া দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। ভিডিওতে দেখা যায়, দু’জন স্থানীয় ব্যক্তিকে সাঁতার কেটে গাড়ির কাছে পৌঁছতে ৷
advertisement
এই আন্ডারপাসটি থানের নারিভালি এবং উত্তরশিব গ্রাম দু’টিকে সংযুক্ত করেছে। সেখানেই জলমগ্ন রাস্তায় গাড়ির বনেটটি উল্টে যেতে শুরু করে। আন্ডারপাসের মধ্যে গাড়িটি প্রায় খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। গাড়ির ভিতর তখনও আটকে ছিলেন দুই ব্যক্তি। সেখান থেকেই তাঁদের উদ্ধার করা হয় ৷ থানে, মুম্বই, পালঘর, নভি মুম্বা, রায়গড়ের মতো মহারাষ্ট্রের আরও অনেক জেলায় গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টির ফলে স্কুল ও কলেজও আপাতত বন্ধ রাখা হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Video of swimming in front mall: এবার ডাঙায় ‘সমুদ্র’...সাঁতার কাটলেন স্থানীয়রা, ভাসছে মুম্বই! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement