থানেতে জলমগ্ন আন্ডারপাসে ডুবে গেল গাড়ি ! জানালা দিয়ে উদ্ধার করা হল ২ ব্যক্তিকে, ভিডিও ভাইরাল

Last Updated:

Car Submerged In Flooded Thane Underpass: জলমগ্ন আন্ডারপাসে পৌঁছোতেই বিপদ হল তাঁদের। জলের পরিমাণ বাড়তে থাকায় তাঁদের গাড়ি ভেসে ওঠে। তার পর গাড়ির বনেট ডুবে যায়। দুই ব্যক্তির বিপদ দেখে তাঁদের উদ্ধার করতে সাঁতরে তাঁদের কাছে যান দুই স্থানীয় ব্যক্তি।

থানেতে জলমগ্ন আন্ডারপাসে ডুবে গেল গাড়ি !
থানেতে জলমগ্ন আন্ডারপাসে ডুবে গেল গাড়ি !
থানে: একটানা প্রবল বৃষ্টিতে এখন ভেসে যাওয়ার মতোই অবস্থা মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গা ৷ থানেতে সোমবার সকালে দেখা গেল এক অদ্ভূত দৃশ্য ৷ রাস্তায় এতটাই জল জমেছিল যে আন্ডারপাসের মধ্যে আটকে যায় একটি গাড়ি ৷ সেটা প্রায় ডুবেই যাচ্ছিল ৷ দুই ব্যক্তিকে তাদের প্রায় ডুবে যাওয়া গাড়ির ভিতরে জলমগ্ন আন্ডারপাসের মাঝখানে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সাঁতরে সেখানে পৌঁছে গাড়িটিকে ধাক্কা দিয়ে তার মধ্যে আটকে পড়া দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। ভিডিওতে দেখা যায়, দু’জন স্থানীয় ব্যক্তিকে সাঁতার কেটে গাড়ির কাছে পৌঁছতে ৷
এই আন্ডারপাসটি থানের নারিভালি এবং উত্তরশিব গ্রাম দু’টিকে সংযুক্ত করেছে। সেখানেই জলমগ্ন রাস্তায় গাড়ির বনেটটি উল্টে যেতে শুরু করে। আন্ডারপাসের মধ্যে গাড়িটি প্রায় খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। গাড়ির ভিতর তখনও আটকে ছিলেন দুই ব্যক্তি। সেখান থেকেই তাঁদের উদ্ধার করা হয় ৷ থানে, মুম্বই, পালঘর, নভি মুম্বা, রায়গড়ের মতো মহারাষ্ট্রের আরও অনেক জেলায় গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টির ফলে স্কুল ও কলেজও আপাতত বন্ধ রাখা হয়েছে ৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
থানে পৌর কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি বলেন, বিকেল সাড়ে ৪টায় শহরেই ১০০ মিমিরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর নাগাদ নভি মুম্বইয়ের সেক্টর ২৮-এর ব্লু ডায়মন্ড স্কোয়ারে একটি নর্দমায় একজন ব্যক্তি ভেসে গিয়েছেন বলেও জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
থানেতে জলমগ্ন আন্ডারপাসে ডুবে গেল গাড়ি ! জানালা দিয়ে উদ্ধার করা হল ২ ব্যক্তিকে, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement