রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার সুদীপ্ত রায়চৌধুরীর সল্টলেকের বাড়িতে সিআইডি হানা! IPS দেবাশিস ধরের বাড়িতেও তল্লাশি

Last Updated:

CID Raids Kolkata News: রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এবং আইপিএস আধিকারিক দেবাশিস ধরের বাড়ি ও অফিসে এদিন পর পর তল্লাশি চালায় সিআইডি আধিকারিকরা।

সুদীপ্ত রায়চৌধুরীর সল্টলেকের বাড়িতে সিআইডি হানা!
সুদীপ্ত রায়চৌধুরীর সল্টলেকের বাড়িতে সিআইডি হানা!
#কলকাতা: ‘হিসাব-বহির্ভূত’ সম্পত্তি মামলায় একের পর এক সিআইডি হানা শহর কলকাতায়। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এবং আইপিএস আধিকারিক দেবাশিস ধরের বাড়ি ও অফিসে এদিন পর পর তল্লাশি চালায় সিআইডি আধিকারিকরা।
সূত্রের খবর, ব্যারাকপুরের একটি নতুন আয়-বহির্ভূত সম্পত্তি মামলার ভীতিতে আজ সল্টলেকের AL 143 বাড়িতে তল্লাশি চালায় সিআইডির আধিকারিকরা। প্রায় ৪০ মিনিটের কাছাকাছি এই তল্লাশি অভিযান চলে। কিন্তু তল্লাশি অভিযানে বিশেষ কিছু পায়নি সিআইডির গোয়েন্দারা এমনটাই সূত্রের মাধ্যমে জানা গিয়েছে।
advertisement
advertisement
সুদীপ্ত রায়চৌধুরীর আইনজীবী শুভজিৎ সাহা বলেন, ‘‘ব্যারাকপুর কমিশনারেটে সুদীপ্ত রায়চৌধুরীর বিরুদ্ধে কোনও মামলায় তল্লাশি চালাতে এসেছিল। তল্লাশি চালানোর পর বাড়ির কেয়ারটেকারকে সিজার লিস্টের প্রতিলিপি দিয়ে চলে গিয়েছে।’’ আইনজীবীর দাবি, বাড়িতে তল্লাশি করে সিআইডি কিছুই পায়নি।
অন্যদিকে আইপিএস দেবাশিস ধরের সল্টলেকের বাড়িতেও হানা দেয় গোয়েন্দারা। সূত্রের খবর তিনি ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর ‘ঘনিষ্ঠ’ বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দেবাশিস ধর ছিলেন কোচবিহারের পুলিশ সুপার। শীতলকুঁচিতে গুলি চালনার ঘটনার পর থেকে তিনি কম্পালসারি ওয়েটিং-এ।
advertisement
সিআইডি সূত্রে খবর, কলকাতা ও সল্টলেকের একাধিক জায়গায় সিআইডি অভিযান চলছে গত কয়েকদিনে। তার মধ্যে রয়েছে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত দেবাশিসের বাড়ি ও অফিস। ‘আয়-বহির্ভূত সম্পত্তি’র মামলাটি প্রথম দায়ের হয় ব্যারাকপুরে কমিশনারেটে। পরে তদন্তভার নেয় সিআইডি। সেই মামলাতেই রবিবার অভিযান চালায় সিআইডি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার সুদীপ্ত রায়চৌধুরীর সল্টলেকের বাড়িতে সিআইডি হানা! IPS দেবাশিস ধরের বাড়িতেও তল্লাশি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement