Abhishek Banerjee: সেবক কালীবাড়িতে অভিষেক! পাহাড়ে চা সম্মেলনে যোগ দেওয়ার পথে নিলেন 'মায়ের' আশীর্বাদ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: মালবাজারে শনিবার তৃণমূলের চা শ্রমিক সংগঠনের সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। আজ সম্মেলনের প্রকাশ্য সভায় বলবেন অভিষেক।
#শিলিগুড়ি : চা সম্মেলনে যোগ দিতে আসার পথে মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সেবক কালীবাড়িতে। সেখানেই ভক্তিভরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেন তিনি।
এদিন আসার পথে রাস্তায় একাধিক স্থানে দাঁড়িয়েছে তার কনভয়। শিলিগুড়ি থেকে মালবাজার আসার পথে। গোটা রাস্তায় অভিষেক বন্দোপাধ্যায়ের নানা পোস্টার দেওয়া হয়েছে। বিভিন্ন চা-বাগানের শ্রমিকরাও রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন প্রিয় নেতাকে চোখের দেখা দেখতে ও অভিভাদন জানাতে। কাছে আসার সুযোগ হাত ছাড়েননি কেউ। অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের সমস্যার কথা জানাতে চান সেকথাও বলেছেন।
advertisement
সেবক কালীবাড়িতে অভিষেকadvertisement
তৃণমূলের একাধিক চা শ্রমিক সংগঠনকে এক ছাতার তলায় আনার পরে, প্রথম কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক। এদিন অভিষেককে স্বাগত জানিয়েছেন শিলিগুড়ির জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষেরা। অভিষেককে স্বাগত জানাতে বিমানবন্দরে এবং শিলিগুড়ির রাস্তায় তৃণমূল কর্মীদের ভিড় উপচে পড়েছিল। হিলকার্ট রোডের একটি হোটেলে পৌঁছনোর পরে, জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। সে বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।
advertisement
সেবক কালীবাড়িতে অভিষেকমালবাজারে শনিবার তৃণমূলের চা শ্রমিক সংগঠনের সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। আজ সম্মেলনের প্রকাশ্য সভায় বলবেন অভিষেক। অতীতে চা শ্রমিকদের নিয়ে এমন কেন্দ্রীয় ভাবে তৃণমূলের তরফে সম্মেলনের উদাহরণ নেই বলেই দাবি দল সূত্রের। রবিবার সকাল থেকেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর-সহ একাধিক জেলার চা বাগানের শ্রমিকরা চা শ্রমিক সম্মেলনে যোগ দিয়েছেন। এদিন মালবাজারে পৌঁছে সম্মেলনে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 3:05 PM IST

