Kolkata News: ২০০ কোটি টাকার মাদক উদ্ধার কলকাতা বন্দরে! গুজরাত এটিএসের অভিযানে বড়সড় সাফল্য
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kolkata News: গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা (Anti Terrorist Squad) বা এটিএস এবং ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence) কলকাতা বন্দরে যৌথ অভিযান চালায় ৷
#কলকাতা: কলকাতার সঙ্গে যৌথ অভিযানে বড় সাফল্য পেল গুজরাত এটিএস৷ কলকাতা বন্দর (Kolkata Port) থেকে উদ্ধার করা হল প্রায় ২০০ কোটি টাকার হেরোইন৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা (Anti Terrorist Squad) বা এটিএস এবং ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence) কলকাতা বন্দরে যৌথ অভিযান চালায় ৷ সেখানেই একটি যন্ত্রাংশের মধ্যে পাওয়া যায় এই বিপুল অর্থমূল্যের মাদক।
বন্দরে বাতিল জিনিসপত্রের একটি কন্টেনার থেকে প্রায় ৪০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে সূত্ৰর খবর৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে এই মাদক আমদানি করা হয়েছিল বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ৫০ হাজার টাকা দিচ্ছে মোদি সরকার! ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সুখবর! শেষ তারিখ ৩১ শে অক্টোবর
গুজরাত ATS এবং DRI কলকাতায় একটি বড় অভিযান চালিয়ে এই ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে। গুজরাত এটিএসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবর্জনার ভেতর থেকে ৪০ কেজি নেশার দ্রব্য পাওয়া গিয়েছে বলে গুজরাত এটিএস সূত্রে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 09, 2022 7:02 PM IST