'বাংলার পুলিশ উলঙ্গ হয়ে গিয়েছে...' বামেদের সিজিও কমপ্লেক্স অভিযানে তোপ সূর্য-সেলিমদের

Last Updated:

'চোর ধরো, জেলে ভরো' স্লোগান তুলে শুক্রবার CGO কমপ্লেক্স অভিযানে মিছিলে পথে নামেন বামেরা। এই বিক্ষোভের পুলিশি অনুমতি না থাকা সত্বেও এদিন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র থেকে মহম্মদ সেলিম-সহ তাবড় বাম নেতাদের দেখা যায় পথে।

বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান
বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান
#কলকাতা: 'চোর ধরো, জেলে ভরো' স্লোগান তুলে শুক্রবার CGO কমপ্লেক্স অভিযানে মিছিলে পথে নামেন বামেরা। এই বিক্ষোভের পুলিশি অনুমতি না থাকা সত্বেও এদিন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র থেকে মহম্মদ সেলিম-সহ তাবড় বাম নেতাদের দেখা যায় পথে। লেকটাউন ফুটব্রিজ থেকে দক্ষিণ দমদমের চারটি এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল শুরু হয়।
নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাপাচার কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের তদন্ত দ্রুত করার দাবিতে পথে নামেন বাম কর্মী সমর্থকরা। পাশাপাশি যারা এখন অধরা, তাদেরকেও দ্রুত গ্রেফতার করার দাবিও তুলেছেন তাঁরা। নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত, প্রত্যেককে গ্রেফতারের দাবিতে এই মিছিল। এদিন মিছিলে ছাত্র-যুব সংগঠন, সিপিএম ও বামফ্রন্টের একাধিক সংগঠন অংশ নেয়।
advertisement
advertisement
এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, "কজন জেলে যাবে কজন বাইরে থাকবে বলতে পারছি না। আগে জানতাম শিক্ষামন্ত্রীর এমন অধঃপতন হয়েছে। কিন্তু কালিঘাট বাদ দিয়ে হবে না। এখানে ধরা পড়লে বিজেপিতে চলে যাচ্ছে। আবার আসছে।" তিনি বলেন, "আমাদের দাবি, লুঠের টাকা উদ্ধার করতে হবে। লড়াইটা লড়তে হবে। বিজেপিকে বিচ্ছিন্ন করব। আর এখানে তো পার্থক্য করা যায় না। তৃণমূলে সবাই চোর নয়। নেতারা চোর। সাধারণ যারা তাদের বলবেন না তাঁরাই একদিন সঙ্গে থাকবে।"
advertisement
এরপরেই মহম্মদ সেলিম পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, "বাংলার পুলিশ উলঙ্গ হয়ে গিয়েছে। ক্লাস টেনের দুজন ছাত্র অপহরণ হল। কোন এমএলএ কোন এমপি বলেছে পুলিশের কাছে নিয়ে যাচ্ছি। বসিরহাটে লাস পাওয়া গেল। সিএম ঢং করে দেখান বিডিও আইসির সঙ্গে যোগাযোগ করছি। আসলে শুধু অনুব্রতর সঙ্গে যোগাযোগ। যতক্ষণ না ১৬ আানা উদ্ধার হচ্ছে ছাড়ব না। দশবছর তৃণমূলের চোর জোচ্চোর তন্ত্র সব জায়গায় দুষিত করেছে। দুর্নীতি করতে দুষ্কৃতি লাগে। যারা ওই খুন করেছে।কোনওটাতেই বিজেপি তৃণমূলের চাইতে কম না। তৃণমূল বিজেপির চাইতে কম না।"
advertisement
"আমরা এক চোখা নই আমরা একরোখা। আমরা বলেছিলাম আসব। পুলিশের কত লাঠি জলকামান আছে। আমরা অভিযান করবো। চাকরি প্রার্থীরা যখন এখানে এসেছে এই দালাল পুলিশরা লাঠি চালিয়েছে। তাই পুলিশকে বলেছি চোর ধরো জেল ভরো। তৃণমূলের নেতারাই মমতার কথা শুনছে না৷ আপনারা কেন শুনছেন? পুলিশ ডাহা ফেল। মাস্টারমশাইরা ভালো করে না পড়ালে আলাদা টিউশন দিতে হয়। তেমনি পুলিশ থাকতে ইডি সিবিআই এসেছে। এই এজেন্সি বিজেপি পাঠায়নি। আদালতের নির্দেশে তদন্ত করছে। তবে আমরা বলেছি, গতি বাড়াও। raid নয় red দিয়ে হবে। তৃণমূল থেকে বিজেপিতে গেলে কেউ সাধু হয় না।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বাংলার পুলিশ উলঙ্গ হয়ে গিয়েছে...' বামেদের সিজিও কমপ্লেক্স অভিযানে তোপ সূর্য-সেলিমদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement