হোম /খবর /কলকাতা /
দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় সোমবার ভবানী ভবনে তলব শুভেন্দু অধিকারীকে

Suvendu Adhikari| দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় সোমবার ভবানী ভবনে তলব শুভেন্দু অধিকারীকে

‌সোমবার ভবানীভবনে তলব শুভেন্দুকে।

‌সোমবার ভবানীভবনে তলব শুভেন্দুকে।

Suvendu Adhikari| কী ভাবে শুভব্রত মৃত্যু, নিরাপত্তারক্ষীর সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শুভেন্দু অধিকারিকে তলব করছে সিআইডি, মনে করছে ওয়াকিবহাল মহল।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: শুভব্রত  চক্রবর্তী  মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এবার বিজেপি নেতা শুভেন্দু আধিকারিকে (Suvendu Adhikari) তলব করল সিআইডি (CID) । আগামী কাল সোমবার তাঁকে  তলব করা হয়েছে। শুভেন্দু  নিরাপত্তারক্ষী  শুভব্রত  চক্রবর্তীর খুনের মামলা কাঁথিতে দায়ের হয় এ বছরই। সিআইডি তদন্ত  শুরু করে। কী ভাবে শুভব্রত  মৃত্যু, নিরাপত্তারক্ষীর সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য  শুভেন্দু  অধিকারিকে তলব করছে সিআইডি, মনে করছে ওয়াকিবহাল মহল।

এর আগেও শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছেন সিআইডি আধিকারিকরা জুলাই মাসে দুবার তার বাড়িতে গিয়ে কথাবার্তা সেরে আসেন সিআইডির অফিসাররা।

শুভেন্দুবাবুর দেহরক্ষী মৃত্যু হয় ২০১৮ সালের ১৪ অক্টোবর। শুভব্রত  ১৩ তারিখে গুলিবিদ্ধ হন | কলকাতা  বেসরকারি হাসপাতালে  আনা হলে ১৪ তারিখে মৃত্যু হয় তাঁর| প্রথমে কাঁথিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সময় মতো অ্যাম্বুলেন্স না আসায় বাঁচানো যায়নি শুভেন্দুর দেহরক্ষী শুভব্রতকে।

স্বামীর মৃত্যুর প্রায় তিন বছর বাদে (৭ জুলাই ২০২১) এফআইআর দায়ের করেন শুভব্রত স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তদন্তে নামে সিআইডি। ইতিমধ্যেই শুভেন্দু বাবুর সঙ্গে কথাবার্তা চালিয়েছেন অফিসাররা। শনিবারই জানা যায় আরও এক প্রস্থ কথাবার্তা বলতে তাঁকে সোমবার ভবানী ভবনে ডাকা হচ্ছে।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, যারাই আমাদের দল করেন তাদের বিরুদ্ধেই পুলিশ কেস দিয়ে দেওয়া হয় এখানে। এমনকী মুকুল রায় যখন আমাদের দলে ছিলেন তখন তাঁর বিরুদ্ধেও পুলিশ কেস ছিল। এখন তিনি দল ছেড়েছেন তার বিরুদ্ধে কোনও মামলাও নেই।
প্রসঙ্গত সোমবারই দিল্লি রওনা হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কয়লা কাণ্ডে রাজধানীতে ইডির মুখোমুখি হতে পারেন তিনি।
Published by:Arka Deb
First published:

Tags: CID, Suvendu Adhikari