সিবিআই-ইডির তৎপরতার মধ্যেই হঠাৎ আসরে সিআইডি, কয়লা কাণ্ডে বড় রহস্যের খোঁজ

Last Updated:

Coal Scam: ইতিমধ্যে কয়লা মামলায় বারিক বিশ্বাস সহ আট জনকে গ্রেফতার করেছে সিআইডি।

আসরে এবার সিআইডি
আসরে এবার সিআইডি
#কলকাতা: কয়লা পাচার মামলায় যখন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির মধ্যে তৎপরতা, তখন রাজ্য সিআইডি তৎপর হয়ে উঠল। সূত্রের খবর, কোলিয়ারি বেল্টের একাধিক থানায় কর্মরত ছিলেন এমন পুলিশ কর্তাদের ভবানী ভবনে তলব করা হল সিআইডির তরফে।
ইতিমধ্যে কয়লা মামলায় বারিক বিশ্বাস সহ আট জনকে গ্রেফতার করেছে সিআইডি। এবার এই মামলাতে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে চলেছে রাজ্য গোয়েন্দা দফতর। তাই ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পুরুলিয়ার বেল্টের একাধিক থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদের পুলিশ আধিকারিকদের ভবানী ভবনে তলব করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর।
advertisement
advertisement
বৃহস্পতি ও শুক্রবার তিনজনকে এবং শনিবার চার পুলিশ আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে ভবানীভবনে। এ পুলিশ আধিকারিকরা যে সময় কোলিয়ারি বেল্টের বিভিন্ন থানাতে কর্মরত ছিলেন সেই সময় কয়লা পাচার নিয়ে তাদের কাছে কোন অভিযোগ এসেছিল কিনা বা অভিযোগ এলে কোন ব্যবস্থা গ্রহণ হয়েছিল কিনা, তা জানতে চাইছেন সিআইডি কর্তারা, খবর এমনই।
advertisement
সিআইডি সূত্র খবর, থানার নিচু স্তরের কোন পুলিশকর্মীদের এই পাচারের সঙ্গে যোগ ছিল কিনা, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এছাড়া এই পাচার চক্রের সক্রিয়তা এবং মূল চক্রীদের সম্পর্কে কোনও তথ্য তারা জানতেন কিনা, তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে চলেছে ওই পুলিশ আধিকারিকরা বলে সিআইডি সূত্রে খবর। প্রসঙ্গত, এই কয়লা পাচার মামলায় ইতিমধ্যে রাজ্যের দশ আইপিএস কর্তাকে ইডি তলব করেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিবিআই-ইডির তৎপরতার মধ্যেই হঠাৎ আসরে সিআইডি, কয়লা কাণ্ডে বড় রহস্যের খোঁজ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement