এসএসসি কাণ্ডে সুবীরেশের ফ্ল্যাট সিল করল সিবিআই, বড় কোনও প্রমাণ এল হাতে?

Last Updated:

SSC Scam: হঠাৎ কেন সুবীরেশের দিকে নজর পড়ল সিবিআই-এর? এসএসসি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে সুবীরেশের নাম রয়েছে।

সুবীরেশের ফ্ল্যাট সিল
সুবীরেশের ফ্ল্যাট সিল
#কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের দিকে নজর দিল সিবিআই। এর আগে এসএসসি-র দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। আর বুধবার সিবিআই প্রথমে হানা দেয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশের চেম্বারে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদের পর বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। একদিকে যেমন উত্তরবঙ্গে হানা দেয় সিবিআই, তেমনই এদিন বিকালেই কলকাতার বাঁশদ্রোণী এলাকার সুবীরেশের ফ্ল্যাটেও হানা দেয় সিবিআইয়ের একটি দল। সেখানে ঢুকে সিল করে দেওয়া হয়েছে ওই ফ্ল্যাট।
জানা গিয়েছে, বুধবার দুপুরে সিবিআইয়ের ১২ জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ রায় এবং ডেপুটি রেজিস্ট্রার স্বপন রক্ষিতকেও তলব করা হয়।
advertisement
হঠাৎ কেন সুবীরেশের দিকে নজর পড়ল সিবিআই-এর? এসএসসি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে সুবীরেশের নাম রয়েছে। আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এসএসসির গ্রুপ-ডি, গ্রুপ-সি এবং শিক্ষক নিয়োগের মামলায় ভুয়ো নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে বাগ কমিটি যে রিপোর্ট জমা দিয়েছিল, তাতে বলা হয়, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। চাকরিপ্রাপ্তদের মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি বলে অভিযোগ উঠেছে।
advertisement
প্রসঙ্গত, টেট-দুর্নীতি মামলার জেরে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সরানোর নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। পরিবর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হল। পাশাপাশি ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গঠন করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদে। যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভিক মজুমদার, রঞ্জন চক্রবর্তীর মত বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আসা হল। আগামিকালই পর্ষদের নয়া সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন গৌতম পাল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এসএসসি কাণ্ডে সুবীরেশের ফ্ল্যাট সিল করল সিবিআই, বড় কোনও প্রমাণ এল হাতে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement