'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে

Last Updated:

Chingrighata Metro: কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত।

চিংড়িহাটার মেট্রো জট
চিংড়িহাটার মেট্রো জট
কলকাতা: কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত।
মামলায় রাজ্যের তরফে সওয়ালে বলা হয়, সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। তাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, “কোনও না কোনও দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে।”
advertisement
advertisement
আদালতে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, গতকাল, বুধবার এই ইস্যুতে কেন্দ্র, রাজ্য এবং RVNL আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেন্দ্র RVNL-কে বলেছে যে রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে।
advertisement
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এই মামলায় আবার বৈঠক হলে আমি উপস্থিত থাকব। অন্যদিকে আদালতের তরফে বিচারপতির রাজ্যকে পরামর্শ, “জট খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement