China Pneumonia Outbreak: শ্বাসনালীতে নতুন সংক্রমণে আক্রান্ত চিনের শিশুরা! সিঁদুরে মেঘে অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা
- Reported by:Onkar Sarkar
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
China Pneumonia Outbreak:করোনা আতিমারির পর আবারও দেখা যাচ্ছে শ্বাসনালীর সংক্রমণ। তবে এবার চিন্তার কারণ অনেকটাই বেশি
কলকাতা : আবারও চিন্তার কারণ সেই চিন! করোনা আতিমারির পর আবারও দেখা যাচ্ছে শ্বাসনালীর সংক্রমণ। তবে এবার চিন্তার কারণ অনেকটাই বেশি। কারণ শ্বাসনালীর এই সংক্রমণের শিকার শিশুরাও! ২০১৯ সালের শেষের দিকে থেকে চিন থেকেই সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। বর্তমানে সেই অতিমারি অতীত হলেও, ফের একদফা শ্বাসনালীর সমস্যায় ভুগছে চিনের নাগরিকরা! শিশুদের মধ্যে এই নতুন সংক্রমণ সব থেকে বেশি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বহু শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে।
আর এই ছবি নিয়েই যথেষ্ঠ চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘ হু ‘। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন আমাদের রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক এবং গবেষকরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন শ্বাসনালীর সংক্রমণের সময় আমাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে নতুন এই চিনা ভাইরাস। চিনের উত্তরাংশে এই সংক্রমণের প্রকোপ সব থেকে বেশি। অচেনা এই ভাইরাসের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন সেই দেশের বহু মানুষ। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ নানা স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তা নতুন এই সংক্রমণ আবার করোনার মত কোনও জীবাণু নয় তো! যদিও চিনের তরফে জানানো হয়েছে, আরএসভি, মাইক্রোপ্লাজমা ব্যাক্টেরিয়া, ইনফ্লুয়েঞ্জার মত সংক্রমণই সব থেকে বেশি। তবে অচেনা ভাইরাসের কথা সরকারি ভাবে জানানো হয়নি।
advertisement
আরও পড়ুন : ‘ইঁদুরের গর্ত’ বেয়েই ১৭ দিন পর অন্ধকার থেকে আলোয় ৪১ প্রাণ! চলুন ফিরে দেখি দুঃসহ সময়ের সেই যাত্রাপথ
পরিসংখ্যান বলছে, বেজিং-এর মতো বড় শহরগুলিতে বহির্বিভাগ-সহ প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষ সংক্রমণের শিকার হয়ে হাসপাতালে যাচ্ছেন। যার মধ্যে সিংহভাগই শিশুরা। আর পরবর্তী প্রজন্মের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব চিন্তায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। কারণ প্রাথমিক ভাবে মৃত্যুর হার নেহাতই কম বলে চিনা প্রশাসন দাবি করলেও, দীর্ঘ মেয়াদী সময়ে এই সংক্রমণের কী প্রভাব পড়তে পারে শিশুদের শরীরে, তা এখনও জানা নেই কারওরই।
advertisement
advertisement
বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, বর্তমান সময়ে যাতায়াত অবাধ রয়েছে চিন দেশ থেকে, তাই এই সংক্রমণ আমাদের দেশে ছড়িয়ে পড়া অসম্ভব কিছুই নয়। ফলে সিঁদুরে মেঘেই অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2023 9:05 AM IST










