Mamata Banerjee: মঙ্গলেও বন্ধ শ্যুটিং! টলিপাড়ার জট খুলতে বৈঠক শুরু মমতার, দেব-প্রসেনজিৎ ছাড়া আর কারা এলেন?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Mamata Banerjee: অবশেষে টলিপাড়ার জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরু করলেন নবান্নে। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও পরিচালক গৌতম ঘোষ।
কলকাতা: লাইট-ক্যামেরা-অ্যাকশন বন্ধ৷ সোমবারের পর মঙ্গলবারও জট কাটল না টলিপাড়ায়৷ গত কয়েকদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রি বিরল ঘটনা সাক্ষী৷ সোমবার সকালের ছবিটাও একইরকম৷ আজ সকাল থেকেই টলিপাড়ায় ধারাবাহিক-সিনেমার সমস্ত শ্যুটিং বন্ধ৷ কবে কাটবে জট? তা নিয়ে বাড়ছে চিন্তা৷
অবশেষে টলিপাড়ার জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরু করলেন নবান্নে। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও পরিচালক গৌতম ঘোষ।
আরও পড়ুন- স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক
advertisement
নবান্ন সূত্রে খবর, টলিপাড়ার জট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফোন করেন অভিনেতা দেবকে। তারপরই দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসেন। আপাতত যাতে শ্যুটিং শুরু করা যায় সেই বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাস ও বৈঠকে উপস্থিত রয়েছেন।
advertisement
মঙ্গলবারও প্রত্যেকটি শ্যুটিং ফ্লোর-ই ফাঁকা। কোনও ইউনিটই আজকেও কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি ১-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই বন্ধ রয়েছে। টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোনও ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷ বর্তমানের শ্যুটিংয়ের পরিস্থিতিও ঘোর সঙ্কটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷ কবে কাটবে এই অচলাবস্থা? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 30, 2024 3:43 PM IST










