Rahool Mukherjee: স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক

Last Updated:

আজ সোমবার, সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শুটিং ফ্লোর-ই ফাঁকা। কোন ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি 1-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই আজকে বন্ধ রয়েছে।

পরিচালকদের কর্মবিরতিতে স্তব্ধ টলিপাড়ার শুটিং ফ্লোর
পরিচালকদের কর্মবিরতিতে স্তব্ধ টলিপাড়ার শুটিং ফ্লোর
কলকাতা: টলিপাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে জট এখনও কাটল না৷ শনিবার থেকেই তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। সেইমতো পরিচালক এবং অভিনেতারা সময়ে পৌঁছেও গিয়েছিলেন৷ কিন্তু টেকনিশিয়ানরা কেউ-ই ফ্লোরে আসেনননি।
রাজ চক্রবর্তী জানিয়েছেন, এই বিষয়ে জানিয়েছিলেন, দু’দিনের মধ্যে সমাধান না হলে সোমবার থেকে পরিচালকরাও ফ্লোরে আসবেন না।
advertisement
সেই রেশ টেনেই আজ সোমবার, সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শুটিং ফ্লোর-ই ফাঁকা। কোন ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি 1-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই আজকে বন্ধ রয়েছে।
advertisement
টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। গতকাল রাত দুটো অব্দি ডবল শিফটে কাজ করা হয়েছে। আজ থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোন ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি।
advertisement
ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷ বর্তমানের শুটিংয়ের পরিস্থিতিও ঘোর সংকটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷
এই পরিস্থিতে NT 1 স্টুডিওতে আরও এক চিত্র ধরা পড়ল। সেখানে ওটিটি সিরিজ ‘ মহালয় মহামায়া’ শুটিংয়ের কল টাইম দেওয়া হয়েছিল৷ কিন্তু পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় ফ্লোরে না আসায় এখানেও শুটিং স্তব্ধ রয়েছে।
advertisement
যদিও টেকনিশিয়ান এবং ইউনিটের অন্যান্য সদস্যরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন। কিন্তু পরিচালক না আসায় শুটিং শুরু করা যায়নি। এই সিরিজে অভিনেত্রী রাজনন্দিনী পাল ও অভিনেতা রোহন ভট্টাচার্যের অভিনয় করার কথা রয়েছে।
এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত রয়েছে, তাতে বিকেল চারটেতে এই পরিস্থিতি নিয়ে ফেডারেশনের মিটিং রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rahool Mukherjee: স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement