Calcutta High Court: রাজ্যে বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক হাই কোর্টের প্রধান বিচারপতি! কী বললেন তিনি?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: রাজ্যে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে বিস্ফোরক কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবারের ফ্ল্যাট ভেঙে পড়ার প্রসঙ্গও তোলেন তিনি।
কলকাতা: রাজ্যে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে বিস্ফোরক কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। বুধবার হাইকোর্টে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, “রাজ্যে বিল্ডিং ভেঙে পড়া এখন স্বাভাবিক ঘটনা”।
বুধবার হাই কোর্টে একটি বেআইনি নির্মাণ মামলায় পুরসভা এবং পঞ্চায়েতগুলির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।
advertisement
বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “নির্মাণের উপর নজরদারি কোথায়? বেআইনি ভাবে জলাশয় বন্ধ করে তার উপর নির্মাণ করা হচ্ছে। তার পরেও চুপ? এলাকায় কোনও নির্মাণ হলে পুরসভা এবং পঞ্চায়েতের তা পরিদর্শন করা উচিত। কী ভাবে বিল্ডিং গড়ে উঠছে তা দেখা উচিত।”
advertisement
প্রধান বিচারপতির টি এস শিবাজ্ঞনম বলেন, “পশ্চিমবঙ্গে বিল্ডিং ভেঙে পড়া খুবই স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। আজকেও হেডলাইন দেখলাম বিল্ডিং ভেঙে পড়ছে। নজরদারির অভাব রয়েছে। বিল্ডিং প্ল্যান অনুযায়ী নির্মাণ করা দরকার। বিল্ডিং প্ল্যান না থাকলে পুরো নির্মাণকেই বেআইনি বলতে হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 6:36 PM IST