PAN card GK: জানেন কি প্যান কার্ডের নম্বর থেকেই বোঝা যায় কারও নামের শুরুটা! জেনে নিন সহজ ফর্মুলা

Last Updated:
PAN Card: আধার কার্ডের সঙ্গেই ব্যাঙ্কিং বা আর্থিক যে কোনও লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ প্যান কার্ড। প্যান কার্ডের নম্বর থেকেই বোঝা যায় নামের শুরুটা।
1/5
আধার কার্ডের সঙ্গেই ব্যাঙ্কিং বা আর্থিক যে কোনও লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ প্যান কার্ড। যে কোনও ব্যক্তি, সংস্থা এমনকি সরকারও আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড ব্যবহার করে।
আধার কার্ডের সঙ্গেই ব্যাঙ্কিং বা আর্থিক যে কোনও লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ প্যান কার্ড। যে কোনও ব্যক্তি, সংস্থা এমনকি সরকারও আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড ব্যবহার করে।
advertisement
2/5
এই প্যান নম্বরে ১০টি ক্যারেক্টার থাকে। যার মধ্যে প্রথম ৫টি ইংরেজি অক্ষর, তার পরের চারটি নম্বর, এবং শেষে থাকে ইংরেজি অক্ষর।
এই প্যান নম্বরে ১০টি ক্যারেক্টার থাকে। যার মধ্যে প্রথম ৫টি ইংরেজি অক্ষর, তার পরের চারটি নম্বর, এবং শেষে থাকে ইংরেজি অক্ষর।
advertisement
3/5
এই ১০টি ক্যারেক্টারের মধ্যেই লুকিয়ে থাকে নামের শুরুটা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
এই ১০টি ক্যারেক্টারের মধ্যেই লুকিয়ে থাকে নামের শুরুটা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
4/5
প্যান কার্ডের নম্বরের যে পঞ্চম ক্যারেক্টর থাকে সেটি ইংরেজি অক্ষর হয়। সেই ইংরেজি অক্ষরটি অধিকাংশ ক্ষেত্রেই হয় পদবির প্রথম অক্ষর।
প্যান কার্ডের নম্বরের যে পঞ্চম ক্যারেক্টর থাকে সেটি ইংরেজি অক্ষর হয়। সেই ইংরেজি অক্ষরটি অধিকাংশ ক্ষেত্রেই হয় পদবির প্রথম অক্ষর।
advertisement
5/5
চতুর্থ ক্যারেক্টরটিও গুরুত্বপূর্ণ। এই ক্যারেক্টরটি থেকে বোঝা যায় প্যান নম্বরটি কোনও ব্যক্তির না কোনও সংস্থার। এটি P থাকলে বুঝে নিতে হবে প্যান কার্ডটি কোনও ব্যক্তির।
চতুর্থ ক্যারেক্টরটিও গুরুত্বপূর্ণ। এই ক্যারেক্টরটি থেকে বোঝা যায় প্যান নম্বরটি কোনও ব্যক্তির না কোনও সংস্থার। এটি P থাকলে বুঝে নিতে হবে প্যান কার্ডটি কোনও ব্যক্তির।
advertisement
advertisement
advertisement