‘মণীষীর মূর্তি ভাঙা বরদাস্ত করবে না বাংলা’, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে ক্ষুব্ধ মমতা

Last Updated:
#কলকাতা: বাংলায় মণীষীদের মূর্তি ভাঙা সমর্থন করবে না মানুষ ৷ প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেওয়ার হুঙ্কার দিলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবারের অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল কলেজ স্ট্রিট ৷ মিছিল থেকে দু’জায়গায় চালানো হয় হামলা ৷ বিদ্যাসাগর কলেজে ঢুকে হামলাকারীরা ভেঙে ফেলেন মণীষী বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ৷
বিজেপির কর্মী-সমর্থকদের তাণ্ডবে রণক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। হামলা চালানো হয় বিদ্যাসাগর কলেজেও ৷ পড়ুয়াদের অভিযোগ, গেট ভেঙে ইট, বাঁশ নিয়ে কলেজে ঢুকে আসে এক দল বহিরাগত ৷ ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি ৷ কলেজ জুড়ে চলে তাণ্ডবলীলা ৷ ভাঙচুর করা হয় কলেজের দরজা, আসবাবপত্র ৷ কলেজের নথি, ল্যাপটপ লোপাটের অভিযোগ ৷ কলেজের সামনে রাখা এক তৃতীয় বর্ষের পড়ুয়ার বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় যখন টালিগঞ্জের জনসভায় তখন সেই খবর তাঁর কাছে পৌঁছয়। ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস নেত্রী। বিজেপির বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে হামলা করার মতো বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, ‘বাংলার মণীষীদের গায়ে হাত দিলে ছাড়ব না,ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব ৷ বিদ্যাসাগর কলেজে হামলা করেছে বিজেপি ৷ কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে ৷ বিজেপির এই হামলা বাংলার লজ্জা ৷ এই অন্যায়ের কোনও ক্ষমা নেই ৷’
advertisement
advertisement
এখানেই শেষ নয়, তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘কোটি কোটি টাকা দিয়ে মিছিল হচ্ছে ৷ সব অভিযোগ জানানো হবে ৷ পুলিশ কেন মিছিলের অনুমতি দিল? আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ বহিরাগত এনে রোড শো করছে বিজেপি ৷বাংলায় বহিরাগত ঢুকিয়েছে বিজেপি ৷ উত্তরপ্রদেশ,ঝাড়খণ্ডের লোক আনা হয়েছে ৷ বিভিন্ন হোটেলে লোক ঢুকিয়েছে বিজেপি ৷ সব জায়গায় তল্লাশি চালানো হোক ৷’
advertisement
এরপর, বিজেপির মিছিল যত এগিয়েছে পরিস্থিতি ততই অগ্নিগর্ভ হয়েছে। বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো বেনজির ছবিও দেখতে হয়েছে গোটা রাজ্যকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘মণীষীর মূর্তি ভাঙা বরদাস্ত করবে না বাংলা’, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে ক্ষুব্ধ মমতা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement