Chandrima Bhattacharya Shashi Panja: দুই মুখকে বিশেষ দায়িত্ব ব্রিগেডে! কারা তাঁরা? অলিখিত বার্তা দিয়ে দিলেন মমতা-অভিষেক

Last Updated:

Chandrima Bhattacharya Shashi Panja: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আওয়াজের টর্নেডো তুলতে হবে, জনসভা ও ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

দুই মুখকে বিশেষ দায়িত্ব
দুই মুখকে বিশেষ দায়িত্ব
কলকাতা: দুয়ারে লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেড থেকেই প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার দুপুর ১২ টা-র পর থেকেই ব্রিগেড থেকে তৃণমূলের একের পর এক নেতা বক্তব্য রাখতে শুরু করবেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে তৃণমূল নেতৃত্ব সুর চড়াবেন তাতে কোনও সন্দেহ নেই। আর এই ব্রিগেড সমাবেশের মঞ্চে এবার বিশেষ দায়িত্বে রয়েছেন রাজ্যের দুই মহিলা মন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। তৃণমূল সূত্রে খবর, মহিলাদের গুরুত্ব দেওয়া হবে এই ব্রিগেডে। তাই এই দু’জনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আওয়াজের টর্নেডো তুলতে হবে, জনসভা ও ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই সব জেলা থেকে বিপুল কর্মী-সমর্থক এসেছেন। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে ইকো পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এবার এই কর্মী-সমর্থকদের জন্য মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। মানুষের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখার জন্য দলের পক্ষ থেকে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় ৩৫০ জন চিকিৎসক-সহ নার্স ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ইতিমধ্যেই ইকো পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, নেতাজি ইনডোর স্টেডিয়াম-সহ যে-সমস্ত জায়গায় আগতরা থাকছেন সেখানে ক্যাম্প চালু করেছেন। থাকছে পর্যাপ্ত ওষুধপত্র, প্রাথমিক চিকিৎসা পরিষেবা ও অ্যাম্বুল্যান্স পরিষেবা। একই সঙ্গে চারটি বড় মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
advertisement
কোনও কর্মী-সমর্থক অসুস্থ বোধ করলে এই ক্যাম্পে এসে প্রাথমিক চিকিৎসা করাতে পারবেন। এমনকী, প্রয়োজনীয় ওষুধও দেবেন চিকিৎসকেরা। শান্তনু সেন জানান, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, পি জি হাসপাতাল, এনআরএস হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ এবং আর জি কর মেডিক্যাল কলেজের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলে ব্যবস্থা করা হয়েছে। যদি কোনও রকম জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে অসুস্থ ব্যক্তির যাতে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রতিটি মেডিক্যাল টিমে সুনির্দিষ্ট কো-অর্ডিনেটর করা হয়েছে, যাদের ফোন নম্বর দলীয় নেতৃত্বদের কাছেও জানিয়ে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandrima Bhattacharya Shashi Panja: দুই মুখকে বিশেষ দায়িত্ব ব্রিগেডে! কারা তাঁরা? অলিখিত বার্তা দিয়ে দিলেন মমতা-অভিষেক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement