Abhishek Banerjee: ব্রিগেডের মাঠেই দেখা হবে, দলের কর্মীদের বার্তা অভিষেকের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কর্মীদের জন্য চালু মেডিক্যাল ক্যাম্প।
আবীর ঘোষাল, কলকাতা: লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতিতে আজ, রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’। এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হবে বলে দাবি তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আওয়াজের টর্নেডো তুলতে হবে, জনসভা ও ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। তাঁদের থাকার জন্য যেসব জায়গা করা হয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখছেন অভিষেক। ব্রিগেডের সভামঞ্চও আগে দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। হাতে তুলে নেন মাইক। ‘জয় বাংলা’ স্লোগান দেন। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, রবিবার দেখা হবে।
আজ, রবিবার জনগর্জন সভা হবে ব্রিগেডের মাঠে। ইতিমধ্যেই সব জেলা থেকে বিপুল কর্মী-সমর্থক এসেছেন। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে ইকো পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এবার এই কর্মী-সমর্থকদের জন্য মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। মানুষের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখার জন্য দলের পক্ষ থেকে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় ৩৫০ জন চিকিৎসক-সহ নার্স ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ইতিমধ্যেই ইকো পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, নেতাজি ইনডোর স্টেডিয়াম-সহ যে-সমস্ত জায়গায় আগতরা থাকছেন সেখানে ক্যাম্প চালু করেছেন। থাকছে পর্যাপ্ত ওষুধপত্র, প্রাথমিক চিকিৎসা পরিষেবা ও অ্যাম্বুল্যান্স পরিষেবা। একই সঙ্গে চারটি বড় মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
advertisement
advertisement
কোনও কর্মী-সমর্থক অসুস্থ বোধ করলে এই ক্যাম্পে এসে প্রাথমিক চিকিৎসা করাতে পারবেন। এমনকী, প্রয়োজনীয় ওষুধও দেবেন চিকিৎসকেরা। শান্তনু সেন জানান, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, পি জি হাসপাতাল, এনআরএস হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ এবং আর জি কর মেডিক্যাল কলেজের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলে ব্যবস্থা করা হয়েছে। যদি কোনও রকম জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে অসুস্থ ব্যক্তির যাতে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রতিটি মেডিক্যাল টিমে সুনির্দিষ্ট কো-অর্ডিনেটর করা হয়েছে, যাদের ফোন নম্বর দলীয় নেতৃত্বদের কাছেও জানিয়ে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 7:48 AM IST