TMC Brigade 2024: টার্গেট লোকসভা, বড় কোনও চমক কি ব্রিগেডে? নজরে আজ মমতা-অভিষেকের বার্তা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সকাল ১১ টা থেকেই শুরু হবে ব্রিগেডের জন গর্জন সভা। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে পৌঁছবেন দুপুর ১২.৩০ টা থেকে ১ টা-র মধ্যে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: দুয়ারে লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচন কে সামনে রেখে ব্রিগেড থেকেই প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার দুপুর ১২ টা-র পর থেকেই ব্রিগেড থেকে তৃণমূলের একের পর এক নেতা বক্তব্য রাখতে শুরু করবেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে তৃণমূল নেতৃত্ব সুর চড়াবেন তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই যারা ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিক ও আবাস যোজনার প্রকল্পে বাড়ি এর জন্য যারা টাকা পান নি, কেন্দ্রের থেকে তাদেরও আজ এই সভায় উপস্থিত থাকতে বলেছে তৃণমূল নেতৃত্ব। মনে করা হচ্ছে এই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়াবেন।

advertisement
১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র নয়, বরং রাজ্য দিয়েছে ৷ তা নিয়ে আগামী দিনে জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রচার করতে হবে সেই নির্দেশও দিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকে। এদিন দুপুর ১২.৩০ টা থেকে ১ টা-র মধ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড পৌঁছানোর কথা। একাধিক চমক এদিনের সভাকে কেন্দ্র করে থাকতে পারে বলেও রাজনৈতিক মহলের খবর। রাজনৈতিক মহলের মতে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, বিরোধীরা লাগাতার ইস্যু করছে এই দুর্নীতিকেই। সেক্ষেত্রে লোকসভা নির্বাচন এর প্রচারের ইস্যু হবে, রাজ্য সরকারের তরফে নেওয়া বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প ও তার সুবিধা রাজ্য জুড়ে কত মানুষ পাচ্ছেন, তার তথ্য তুলে ধরে ব্লকে ব্লকে প্রচার করার নির্দেশ দেওয়া হতে পারে এই মঞ্চ থেকে বলেই মনে করা হচ্ছে।
advertisement
পাশাপাশি সন্দেশখালি নিয়ে লাগাতার বিরোধীরা কড়া আক্রমণ করেছে রাজ্যের শাসক দল কে। অন্যদিকে বৃহস্পতিবার সেই সন্দেশখালি থেকেই আসা মহিলারা যোগ দিয়েছেন বৃহস্পতিবারের তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিলে। যে মিছিলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তাই রবিবার ব্রিগেডের দিকেই নজর গোটা রাজ্য – রাজনীতির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 7:06 AM IST