দুর্গাপুজোর আবহে বাংলায় অমিত শাহ, উদ্বোধনের লড়াইতেও এবার বিজেপি! তুমুল শোরগোল

Last Updated:

Amit Shah in Kolkata: এবছর সন্তোষ মিত্র স্কোয়ার তাঁদের পুজোয় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ‘আজাদি কা অমৃত মহোৎসব’কে তুলে ধরবে।

রাজ্যে আসছেন অমিত শাহ
রাজ্যে আসছেন অমিত শাহ
#কলকাতা: বিজেপির দুর্গা পুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ! গেরুয়া শিবির সূত্রে অন্তত তেমনটাই খবর। পুজো উদ্বোধনে কলকাতায় আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অমিত শাহ। দিল্লির সবুজ সংকেত পাওয়ার পরই মহালয়ার দিন আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। পরিস্থিতি সরেজমিনে দেখার পর তাঁরা রিপোর্ট দেবেন দিল্লি নেতৃত্বকে।
বিজেপি সূত্রে খবর, Ezcc-তে গিয়ে পরিস্থিতি দেখবেন তাঁরা। বিজেপির পুজো বাদেও আরও দুটি পুজোর উদ্বোধন করতে পারেন অমিত শাহ। সজল ঘোষের নেতৃত্বে হওয়া সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ও সল্টলেকের একটি পুজো রয়েছে সেই তালিকায়। বিজেপি সূত্রে এমনই খবর।
advertisement
advertisement
এবছর সন্তোষ মিত্র স্কোয়ার তাঁদের পুজোয় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ‘আজাদি কা অমৃত মহোৎসব’কে তুলে ধরবে। এর আগে ২০২০ সালেও কলকাতায় পুজো উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ। সেই বার সল্টলেক বিজে ব্লকের একটি পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। সেই সময় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ছিল। ১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসনে জয়লাভ করেছিল গেরুয়া শিবির। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে সাড়া জাগিয়েও পর্যুদস্ত হয়েছিল গেরুয়া শিবির।
advertisement
ফের একবার কলকাতায় পুজোর উদ্বোধন উপলক্ষে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাও ৩ বছর পর। এর মাঝে একটা নির্বাচন হয়েছে। ২১-এর সেই বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়েছে। বিজেপি ২১-এর বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন পাওয়ার দাবি করলেও, ৭৭ আসন পেয়েই থেমে যেতে হয় তাঁদের। বছর তিন আগে কলকাতার পুজোর উদ্বোধনে অমিত শাহের পাশে যাঁদের দেখা গিয়েছিল, সেই সব্যসাচী দত্ত, মুকুল রায়রা ২১-এর বিধানসভা নির্বাচনের পড়ে ফের পুরনো দল তৃণমূলে ফিরে আসেন।
advertisement
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কলকাতার পুজো উদ্বোধনে আনার জন্য বেশ কিছুদিন ধরেই চেষ্টা চলছিল বলেই বিজেপি সূত্রে খবর। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিয়ম মেনে, আবেদনপত্রও পাঠানো হয়েছিল। পাশাপাশি রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিষয়ে মৌখিকভাবে সম্মতিও জানানো হয়েছে। এবার সেই নিশ্চিয়তা আরও কয়েকগুণ বাড়ল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্গাপুজোর আবহে বাংলায় অমিত শাহ, উদ্বোধনের লড়াইতেও এবার বিজেপি! তুমুল শোরগোল
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement