এনআইএ-ইডি'র যৌথ হানা কলকাতা সহ গোটা দেশে, নিশানায় পিএফআই! তোলপাড়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
NIA: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সংগঠন, যা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
#কলকাতা: দেশজুড়ে একযোগে বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান এনআইএ-র। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) সঙ্গে নাশকতা যোগ, সেই সূত্রে উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে। এনআইএ-র সঙ্গে সেই অভিযানে যোগ দিয়েছে ইডি-ও। পালটা বিক্ষোভে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র কর্মীরা। দেশ জুড়ে শতাধিক PFI কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সংগঠন, যা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। সকাল থেকে সারাদেশের বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চলছে। সূত্র মারফত খবর, এখনও পর্যন্ত সারা দেশজুড়ে ১০০ জনের উপরে আটক হয়েছেন।
advertisement
advertisement
শুধুমাত্র সারাদেশ নয়, কলকাতা শহরেও এই তল্লাশি অভিযান চলছে। সকাল থেকেই এনআইএ আধিকারিকরা ইডি অফিসারদের সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছে। সংগঠনের লেনদেন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেই কারণে ইডি-র আধিকারিকদের নিয়ে যৌথভাবে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, কলকাতায় চারটিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে। সেই সূত্রেই তিলজলা, পার্ক স্ট্রিট সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-র বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদত, প্রশিক্ষণ শিবির সংগঠিত করার অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত এই সংস্থার বিরুদ্ধে এটাই এনআইএ-র সব থেকে বড় অভিযান। কেরল, তামিলনাড়ু সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। চেন্নাইতে PFI-র রাজ্য দফতরেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 9:28 AM IST