ফোন থেকে কি কিছু ডিলিট করেছেন অনুব্রত? জানতে মোবাইল ফরেন্সিকে পাঠাতে চায় সিবিআই
- Published by:Uddalak B
Last Updated:
তদন্তকারীদের দাবি, মোবাইল থেকে কিছু ডিলিট করে থাকলেও সেন্ট্রাল ফরেন্সিকে তা বোঝা যাবে রিপোর্ট মাধ্যমে।
#কলকাতা: এ বার অনুব্রত মণ্ডলের মোবাইল ফোনকেই হাতিয়ার করতে চলেছে সিবিআই। অনুব্রতর মোবাইল সিবিআই বাজেয়াপ্ত করেছে, কারণ তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে বলে দাবি সিবিআইয়ের। ওই মোবাইল সেকারণে সেন্টাল ফরেন্সিক ল্যাবে পাঠানো দরকার বলে মনে করছে সিবিআই। কিন্তু অনুব্রত আইনজীবীদের অভিযোগ , ওই মোবাইল অনুব্রত গ্রেফতারের পর থেকে সিবিআইয়ের কাছে আছে। ফলে ওই মোবাইলে অনুব্রত বিরুদ্ধে যায় এমন কিছু ইনপুট অ্যাড করা হয়ে থাকতে পারে। এ ছাড়া সিবিআই তাঁদের ম্যানুয়াল কিছু রীতি না মেনে মোবাইল বাজেয়াপ্ত করেছে বলে অনুব্রত আইনজীবীদের অভিযোগ। তাই ওই বাজেয়াপ্ত মোবাইল আদালতের হেফাজতে থাকুক এমনটাই আবেদন অনুব্রতর আইনজীবীদের।
পাল্টা সিবিআইএর দাবি, অনুব্রতর মোবাইল গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক এভিডেন্স। অনুব্রত আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য, কার কার সঙ্গে কথা হত, গরু পাচার কারীদের সুবিধা প্রদানে কোনও কথোপকথন হত কি না, এই সব কিছু মোবাইল থেকে পাওয়া সম্ভব। অনুব্রত কিছু ডিলিট করলেও সেন্ট্রাল ফরেন্সিকে ল্যাবে পাঠালে তা পরিষ্কার জানা যাবে। সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তাঁর রাজনৈতিক ও সামাজিক যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি তদন্তে সহযোগিতা করেননি। সিবিআই হেফাজতেও তিনি তদন্তকারীদের সঙ্গে কোনও সহযোগিতা করেননি বলে অভিযোগ। সেই প্রেক্ষাপট থেকে তাঁর মোবাইলের ডেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
আরও পড়ুন: পড়াশোনার অসহ্য চাপ, নিজের জীবন দিয়ে 'মুক্তি'র পথ খুঁজল দুর্গাপুরের দ্বাদশের ছাত্র!
তদন্তকারীদের দাবি, মোবাইল থেকে কিছু ডিলিট করে থাকলেও সেন্ট্রাল ফরেন্সিকে তা বোঝা যাবে রিপোর্ট মাধ্যমে। কার কার সঙ্গে তাঁর কথা হত? কল লিস্টে কার কার সঙ্গে যোগাযোগ? কারওর সঙ্গে হোয়াটস্যাপ চ্যাট ছিল কিনা? যা কিনা তদন্ত ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মোবাইলের তথ্য সিবিআইয়ের কাছে হাতিয়ার। যার থেকে একাধিক গুরুত্বপূর্ণ ডেটা পাওয়া যাবে। গরু পাচারে পাচারকারীদের সাহায্য প্রদান করতেন অনুব্রত মণ্ডল এমনটাই দাবি সিবিআইয়ের। তিনি বৃহৎ ষড়যন্ত্রে সামিল ছিলেন। সেই জায়গা থেকে অনুব্রতর মোবাইলের তথ্য পেলে তা সিবিআইয়ের কাছে তা হবে গুরুত্বপূর্ণ। তবে তা আসানসোল আদালত আগামী ১ সেপ্টেম্বর শুনানিতে নির্ধারিত হবে অনুব্রত মণ্ডলের মোবাইল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে কিনা।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 8:02 PM IST