Primary TET Scam: টেট-কাণ্ডে নতুন নাম! কে এই গোপাল? এবার নজরে কুন্তল-তাপসের 'পুরনো বন্ধু'

Last Updated:

একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে জড়িত এজেন্টরা নাকি চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলত। সিবিআইয়ের জেরায় দাবি কুন্তলের। মঙ্গলবারের পরে বুধবার ফের গোপাল দলপতিকে তলব।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারের পরে বুধবার ফের গোপাল দলপতিকে তলব করল সিবিআই। সূত্রের খবর, গত মঙ্গলবার কুন্তল-গোপালকে মুখোমুখি জেরা করে চঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। জানা গিয়েছে,টেট দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূলনেতা কুন্তল ঘোষ এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মধ্যস্থতাকারী ছিলেন এই গোপাল দলপতি। কিন্তু, পরে তাপস এবং কুন্তলের মধ্যে ভুয়ো চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা নিয়ে ঝামেলা শুরু হয়। এরপরেই এজেন্টদের কাছ থেকে টাকা তোলা শুরু করে তারা।
কুন্তলের অভিযোগ, তাপস মণ্ডল এবং এই গোপাল দলপতি চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছে। তাঁর দাবি, ভুয়ো চাকরিপ্রার্থীদের কাছ থেকে পাওয়া টাকার একটা বিরাট অংশ নিজের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টয়ে ট্রান্সফার করে নিয়েছিলেন এই গোপাল। গোপাল দলপতি যে টাকা ট্রান্সফার করেছিলেন, সেই টাকা মুম্বাইয়ে তাঁর আত্মীয়ের সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টয়ে পাঠানো হয়েছিল। গোপাল দলপতিকে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই সময় তিহার জেলে বন্দি ছিলেন তিনি। এক বছর আগে জামিন পান। এরপর নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁকে ইডি তলব করে।
advertisement
আরও পড়ুন: 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
জি নেট চিটফান্ড কাণ্ডে ২০২০ সালের ১১ জানুয়ারি দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় গোপাল দলপতিকে। সেই সময় গুয়াহাটি পালানোর চেষ্টায় ছিলেন তিনি। গোপালের সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছিলেন তাঁর স্ত্রী-ও। এর পরে তাঁকে দিল্লি নিয়ে যায় ইডি।
advertisement
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ২১ জানুয়ারি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর নতুন করে উঠে আসে এই গোপাল দলপতির নাম। কুন্তলের দাবি, তাপস মণ্ডল ও গোপাল দলপতি পরিকল্পনা করে তাঁকে ফাঁসিয়েছেন। তাঁর দাবি, বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের কাছ থেকে তোলা যাবতীয় টাকা তিনি দিয়েছিলেন গোপালকে। ওদিকে তাপস মণ্ডল জানান, গোপাল দলপতিকে তিনি আগে থেকেই চিনতেন। গোপালের সঙ্গে কুন্তলের পরিচয় করিয়ে দেন তাপসই। তাঁর দাবি, এর পর গোপাল দলপতির মাধ্যমে বিভিন্ন জেলা থেকে চাকরির নামে টাকা তোলা শুরু করেন কুন্তল।
advertisement
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, কুন্তল ও তাপস দুজনেই গোপাল দলপতিকে ব্যবহার করেছেন। গোপালের চিটফান্ডের মাধ্যমে তাঁরা কোটি কোটি কালো টাকা সাদা করেছিলেন একসময়।
এছাড়া, কুন্তলকে জেরা করেও একাধিক এজেন্টের নাম জানতে পেরেছে সিবিআই। সৌম্য শুভ্র (লোকসভার প্রাক্তন সদস্যের ঘনিষ্ঠ এই সৌম্য), গোপাল সামন্ত সহ একাধিক এজেন্টের কাছ থেকে গোপাল-কুন্তল কোটি কোটি টাকা তুলেছে বলে অভিযোগ।
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET Scam: টেট-কাণ্ডে নতুন নাম! কে এই গোপাল? এবার নজরে কুন্তল-তাপসের 'পুরনো বন্ধু'
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement