Coal Scam: নজরে ইটভাটা, হাজির হতে ফের তৃণমূল বিধায়ককে নোটিশ সিবিআই-এর! এবার কি আসবেন?  

Last Updated:

Coal Scam: কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে ফের নোটিশ সিবিআইয়ের।

ফের শওকত মোল্লাকে ডাক
ফের শওকত মোল্লাকে ডাক
#কলকাতা : কয়লাকাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ফের নোটিশ সিবিআইয়ের। আগামী ১৫ জুন বুধবার নিজাম প্যালেসে তাঁকে তলব করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় বার তাঁকে তলব করা হল। কয়লাকাণ্ডে এর আগে শওকতকে নোটিশ দিয়েছিল সিবিআই। কিন্তু তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার জন্য আসেনি বলে চিঠি দেন ও মেইল করেন।
আগামী ১৫ জুন তিনি আসবেন কিনা তা আইনি পরামর্শ মেনে সিদ্ধান্ত নেবেন। শওকত মোল্লা জানান, "নোটিস অনুসারে আইনি পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নেব। "  কয়লাপাচারকাণ্ডে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান। কারণ ইটভাটা এলাকায় যে কয়লা আসত সেগুলো বেআইনি আর্থিক লেনদেন সম্পর্কে জানার জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর আগে তিনি আসেননি। তাই দ্বিতীয় বার তাঁকে নোটিসের পর তিনি আসেন কিনা, সেটাই এখন দেখার। কারণ তিনি জানিয়েছিলেন তদন্তকারী সংস্থার সঙ্গে তিনি সহযোগিতা করবেন।
advertisement
advertisement
সেক্ষেত্রে তিনি আগামী বুধবার আসেন কিনা সেটাই দেখার। এর আগে ২৭ মে শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল । সিবিআই সূত্রে খবর, আসানসোল থেকে কয়লা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ইটভাটা সহ বিভিন্ন জায়গায় যেত।  ফলে শওকতের এলাকায় ঢুকলে সেই ব্যাপারে তিনি জানতেন কিনা? বেআইনি আর্থিক লেনদেন বিষয়ে কী কী জানেন তিনি?ইটভাটা এলাকায় ওই কয়লা কোথায় কোথায় কি কাজে লাগত? এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই আধিকারিকরা।
advertisement
সিবিআই সূত্রে খবর, তাঁকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের যাবতীয় নথি নিয়ে আসাতে বলা হয়েছিল । যদি তিনি কোনো কোম্পানি সঙ্গেও যুক্ত থাকেন তাহলে সেটাও নিয়ে আসতে বলা হয়েছিল সিবিআই সূত্রে খবর। প্রথম নোটিসে শওকত মোল্লা হাজির হননি নিজাম প্যালেসে। কারণ পূর্ব নির্ধারিত প্রশাসনিক বৈঠক থাকায় তিনি হাজির হতে পারেননি। এবারে দ্বিতীয় নোটিসে তিনি হাজির হন কিনা নিজাম প্যালেসে, সেটাই এখন দেখার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coal Scam: নজরে ইটভাটা, হাজির হতে ফের তৃণমূল বিধায়ককে নোটিশ সিবিআই-এর! এবার কি আসবেন?  
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement